হায়দরাবাদ, 6 জুন: যত সময় এগিয়ে আসছে, তত টেনশন বাড়ছে। কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। আজ, দুপুর আড়াইটের সময় বোর্ডের তরফ থেকে বৈঠক করে জানানো হবে রেজাল্ট ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম 10 জনের মেধা তালিকাও প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এরপর বিকেল 4টে থেকে অনলাইনে মার্কস ও ব়্য়াঙ্ক কার্ড জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল দু'টি ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইট দু'টি হল- www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'ফাইনাল আনসার কি' গতকাল প্রকাশ করা হয়েছে ৷ পিডিএফ আকারে তা দেওয়া হয়েছে। সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন। কারণ ওই 'ফাইনাল আনসার কি'-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। তাছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও 'ফাইনাল আনসার কি' দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের নভেম্বর মাসে 2024 সালের রাজ্যের জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।