পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাপ্লিমেন্টরির সুবিধা! উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থতেও - West Bengal HS Exam

West Bengal Higher Secondary: উচ্চমাধ্যমিকের পরীক্ষায় এল সাপ্লিমেন্টরির ব্যবস্থা ৷ কিন্তু এক্ষেত্রে মার্কশিটে- 'সাপ্লিমেন্টারি' কথাটির উল্লেখ থাকবে বলেই জানাল সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যেক সেমেস্টারে 30 শতাংশ নম্বর পেতেই হবে পরীক্ষার্থীদের ৷

West Bengal Higher Secondary
West Bengal Higher Secondary

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 8:59 PM IST

কলকাতা, 18 এপ্রিল: উচ্চমাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে ফিরে এল পাশ-ফেল। শুরু হল নতুন সাপ্লিমেন্টরি পরীক্ষার ব্যবস্থা। তবে এই পরীক্ষায় 30 শতাংশ নম্বর পেতেই হবে বলে সাফ জানিয়ে দিল সংসদ। আরও বেশ কিছু নিয়ম বদলেছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানান, কোনও পরীক্ষার্থী ফেল নিয়ে দ্বাদশ শ্রেণিতে উঠতে পারবে না। এর ফলে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে যদি কেউ ফেল করে তাহলে তাকে পরের বছর নতুন করে আবার প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষাও দিতে হবে।

যদি কোনও বিষয়ে পরীক্ষার্থী 30 শতাংশ নম্বর না-পায় তাহলেও তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। প্রথম ও তৃতীয় সেমেস্টারে যদি কোনও পরীক্ষার্থী একটি বা ছ'টি বিষয়ে 30 শতাংশের কম নম্বর পায় তাহলে তার দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারের সময় দিতে হবে সাপ্লিমেন্টরি পরীক্ষা। এর ফলে বছরে একটা পরীক্ষাতেই সবকটি বিষয়ে পাশ করার সুযোগ থাকছে পরীক্ষার্থীদের ৷ কিন্তু এক্ষেত্রে মার্কশিটে- 'সাপ্লিমেন্টারি' কথাটির উল্লেখ থাকবে বলেই জানিয়েছে সংসদ। তবে যদি দ্বিতীয় সেমেস্টারে কেউ এক বা একাধিক বিষয়ে 30 শতাংশের কম নম্বর পায় তাহলে তাহলে ওই পরীক্ষার্থীকে ফের একাদশ শ্রেণির দু'টো পরীক্ষায় বসতে হবে ৷

তবে চতুর্থ সেমেস্টারের জন্য এই নিয়মে একটু বদল আছে-

একটি বিষয় কেউ যদি ফেল করে তাহলে তাকে পরের বছর চতুর্থ সেমেস্টারে ওই বিষয়ের পরীক্ষার দিন তাঁকে আগের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার মেয়াদ থাকছে সাত বছর। রেজিস্ট্রেশন হওয়া থেকে শুরু করে সাত বছর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। তারপরে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

তবে এই পাশ ফেলের ক্ষেত্রে রয়েছে আরও একটি বিশেষ নিয়ম-

পরীক্ষার্থীদের ছটা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয় এই পাশ-ফেল এর নিয়ম কার্যকর হচ্ছে। তবে পাশ ফেলের মধ্যেও সংসদের তরফে রয়েছে একটি বিশেষ সুবিধা। তা হল-

  • যদি কোনও পরীক্ষার্থী একটি বিষয়ে পাশ নম্বরের থেকে পাঁচ শতাংশের মধ্যে কম পায়, তাহলে তার অন্য যে চারটি বিষয় রয়েছে সেখানে যে বিষয়টিতে সবথেকে বেশি নম্বর পেয়েছে সেই নম্বর থেকে পাঁচ নম্বর নিয়ে ওই বিষয়ে যোগ করে দেওয়া হবে। তবে এই নিয়ম লাগু শুধুমাত্র একটি বিষয়ের জন্য।
  • এমনকী প্রথম ও দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও এই সুযোগ মিলবে।
  • আবার, অন্যদিকে যদি ঐচ্ছিক বিষয়ে কেউ পাশ করে কিন্তু তার প্রথম পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে ফেল করে তাহলে ওই ঐচ্ছিক বিষয়টি তার প্রথম পাঁচ বিষয়ের মধ্যে যুক্ত হবে।
  • অন্যদিকে যে বিষয়টিতে সবথেকে কম নম্বর পাবে সেটাই হবে ঐচ্ছিক বিষয়। তবে প্রথম ও দ্বিতীয় ভাষার জন্য এই নিয়ম কার্যকর নয়।

এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষার দায়িত্ব স্কুলের। অপরদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেবে সংসদ। অনলাইনে প্রকাশিত হবে তৃতীয় সেমেস্টারের ফল। চতুর্থ সেমেস্টারের পর তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন:

  1. কেমন হবে একাদশের সেমেস্টার পদ্ধতির প্রথম ও তৃতীয় পরীক্ষার ধরন, জানাল সংসদ
  2. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  3. পুরনো নিয়মে ফিরছে উচ্চমাধ্যমিক, উত্তরপত্রেও আসছে বদল; ঘোষণা সংসদের

ABOUT THE AUTHOR

...view details