কলকাতা, 4 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ ৷ প্রতিবাদের ঢেউ শহরের রাজপথ থেকে গ্রামে ৷ সমাজের সকল স্তরের মানুষ যখন আরজি করের ঘটনায় প্রতিবাদে নেমেছেন, তখন কর্মসূচি নিয়ে বঙ্গ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল ৷ সঠিক বিচার চেয়ে বুধবার দুপুরে সিবিআই অফিস অভিযানের ডাক দেয় বড়বাজার জেলা কংগ্রেস ৷ আর এ নিয়েই কোন্দল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরে ৷ মূলত, অধীর এবং তাঁর বিরোধী গোষ্ঠীর মধ্যে এই কোন্দল ৷
বিষয়টা ঠিক কী ?
'সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও।' এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি সল্টলেকে সিবিআই অফিস নিজাম প্যালেস অভিযানের ডাক দেয় ৷ অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক এ বিষয়ে বলেন, "আগামী 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির নথি পেশ করবে ৷ ঠিক আগের দিন অর্থাৎ বুধবার আমরা সিবিআইকে হুশিয়ারি দিতে নিজাম প্যালেসে যাব ৷ অ্যাকাডেমির সামনে থেকে দুপুর 1:30 মিনিট নাগাদ মিছিল শুরু হবে।"
এই মিছিলে অধীর বিরোধী অন্যতম নেতা আব্দুল মান্নান, রোহন মিত্র-দের থাকার কথা রয়েছে ৷ কিন্তু এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয়। সে বিবৃতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন,"প্রিয় সাংবাদিক
বন্ধুরা, আপনারা জানেন আরজি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত সিবিআই করছে ৷ কিন্তু, কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি ৷ বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই ৷ আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে, সিবিআই প্রকৃত ঘটনার সত্য উদঘাটন করে করে দোষীদের চিহ্নিত করবে ৷ তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সিবিআই-এর বিরুদ্ধে আপাতত কোনও আন্দোলন করছে না ৷ এবং কোনও আন্দোলনকে সমর্থন করছে না।"
এর আগে গত 21 অগস্ট লালবাজার অভিযান করেছিলেন অধীর বিরোধী গোষ্ঠীর নেতারা। যদিও সে সময় প্রদেশ কংসের তরফে এমন কোন বিবৃতি জারি করা হয়নি। ঠিক তেমনি, গত 29 অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অধীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ যেখানে অধীর বিরোধী গোষ্ঠীর একাধিক নেতা ও নেত্রীকে সামিল হতে দেখা গিয়েছিল ৷