কলকাতা, 31 মে:বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্তে এবার সিট গঠন করল সিআইডি। সিআইডি'র আই-জি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে গঠিত হয়েছে এই টিম । পাশাপাশি আছেন 3 ডিআইজি পদমর্যাদার অফিসার । ইতিমধ্যেই নিউটাউনের একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে 4 কেজি মাংসের দলা ও কিছু চুল উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের গোয়েন্দারা এখন জানতে চান যে, উদ্ধার হওয়া চার কেজির মাংসের দলা কি বাংলাদেশের সাংসদের ? এই তথ্য জানার জন্য এবার সেই মাংসের দলার ডিএ এ পরীক্ষা করাবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।
ভবানী ভবন সূত্রের খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে ভারতে আসবেন। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দারাদের একটি টিম কলকাতায় এসেছে। তারা ঘটনাস্থল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে।সম্প্রতি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে আসেন। বরানগরে তাঁর এক পরিচিতের বাড়িতে ওঠেন। পরে সেখান থেকে তিনি নিউটাউনের ফ্ল্যাটে চলে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বরানগরের ওই বাসিন্দা স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন।