কলকাতা, 24 জুন: রাজ্যের পৌর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মন্ত্রী-বিধায়ক তো বটেই এমনকী জেলাশাসক এবং পুলিশকেও রীতিমতো তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নের পর্যালোচনা বৈঠকে চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় সোমবার বলেন, "আমি দেখছি, কেউ টাকা খেয়ে আর কেউ টাকা খাইয়ে কাজ করছে ৷" সেই সঙ্গে, জমি জবরদখল বা পুকুর ভরাট নিয়েও প্রশাসেনর কর্তা এমনকী পুলিশও মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছে সোমবার ৷ হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায় ৷
ঝালদা এবং তাহেরপুর ছাড়া রাজ্যের সবকটি পৌরসভা এবং পৌরনিগমকে নিয়ে নবান্নের সভাঘরে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকেই কড়া ভাষায় ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতার রোষানল থেকে এদিন বাদ যাননি খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসুর মতো হেভিওয়েট নেতারা ৷ এমনকী পৌরনিগম এবং পৌরসভার নাম উল্লেখ করে পরোক্ষে এসডিও, ডিএম এবং পুলিশ আধিকারিকদেরও তোপ দেখেছেন মমতা ৷