পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের আইন সংস্কারের বিরোধিতায় কর্মবিরতি পালনের ডাক রাজ্য বার কাউন্সিলের - West Bengal Bar Council - WEST BENGAL BAR COUNCIL

West Bengal Bar Council: আগামী 1 জুলাই থেকে নতুন তিন আইন বলবৎ হচ্ছে ৷ এর প্রতিবাদে সেদিন রাজ্য়ের সব আদালতে কর্মবিরতির ডাক দিল রাজ্য বার কাউন্সিল ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব ৷

West Bengal Bar Council
কেন্দ্রের আইন সংস্কারের বিরোধিতায় কর্মবিরতি পালনের ডাক রাজ্য বার কাউন্সিলের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 5:58 PM IST

Updated : Jun 28, 2024, 6:37 PM IST

কলকাতা, 28 জুন:ব্রিটিশ আমলে তৈরি তিন আইন সংস্কার করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বানানোর প্রতিবাদে আগেই সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন । এবার এই নিয়ে প্রতিবাদে সরব হলেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা । প্রতিবাদে কেন্দ্রীয় আইন চালুর দিনই রাজ্যজুড়ে কালা দিবস পালন করতে চলেছে বার কাউন্সিল । রাজ্যের প্রতিটি আদালতে এর প্রতিবাদ জানাবে আইনজীবীরা । রাজ্য বার কাউন্সিলের অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব ।

কেন্দ্রের আইন সংস্কারের বিরোধিতায় কর্মবিরতি পালনের ডাক রাজ্য বার কাউন্সিলের (ইটিভি ভারত)

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান পেনাল কোড আর এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল, ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে আসা হয় ৷ সংসদে তা পাশ হয়ে আইনে পরিণত হয় ৷ আগামী 1 জুলাই থেকে ওই আইন বলবৎ হবে ৷ তারই প্রতিবাদে বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, ''আগামী 1 জুলাই সারা রাজ্য জুড়ে সমস্ত আদালতে আইনজীবীরা কর্মবিরতি পালন করবেন ও কালো ব্যাচ পরে কালা দিবস পালন করবেন ।"

তাঁদের দাবি, কেন্দ্রের এই আইন সংস্কারের আগে প্রতিটি রাজ্যের বার কাউন্সিলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল । কিন্তু তা করা হয়নি ৷ তারই প্রতিবাদে এই কর্মসূচি । বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক বলেন, "বিচারপ্রার্থীদের কাছে নতুন কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে জনসচেতনতা কর্মসূচি চালানো হবে । আইনজীবীদের স্বার্থ ও সুরক্ষা যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়ে বার কাউন্সিল আন্দোলন চালিয়ে যাবে ৷"

ইতিমধ্যেই এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তাঁরা । নতুন কেন্দ্রীয় আইনে পুলিশকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে বলে অভিযোগ । তাতে সাধারণ মানুষরা আগামিদিনে বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন আইনজীবীরা ।

এদিকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আগামী সোমবার যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহশ্রাংশু ভট্টাচার্য নামে এক বিজেপির লিগাল সেলের আইনজীবী । সেই মামলায় বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন, কোনও আইনজীবী যদি কাজে অংশগ্রহণ করেন ৷ তাহলে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ যেন না করে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ।

Last Updated : Jun 28, 2024, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details