কেমন থাকবে আজকের আবহাওয়া (ইটিভি ভারত) কলকাতা, 3 মে: পশ্চিমী বাতাসের দাপট কমতে শুরু করেছে । পরিবর্তে বাড়ছে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা পর্যাপ্ত জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপট । ফলে বঙ্গে তৈরি হয়েছে বৃষ্টি পরিস্থিতি । রবিবার বৃষ্টি আসার সুখবর দিলেও তা তাপপ্রবাহের পরিস্থিতিতে রাশ কতদিন টানতে পারবে সে ব্যাপারে নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া অফিস ৷ কারণ তা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার উপর ৷
গতকাল বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল । জেলায় গতকালের তাপমাত্রা বিগত পাঁচদিনের অনুপাতে অনেকটাই নিম্নগামী । কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে 41 ডিগ্রিতে । যা কিছুটা হলেও স্বস্তির ।
দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে । রবিবার 5 মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তখন তাপপ্রবাহ থেকে অনেক জেলা মুক্তি পাবে বলে মনে করছে হাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে । এর পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা । এছাড়াও দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে । 5 মে রবিবার দুই 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে । সোমবার রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 83 ও সর্বনিম্ন 24 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :
- পারদ নামল তিলোত্তমায়, বৃষ্টি নিয়ে বড় আভাস হাওয়া অফিসের
- গরমেও তৈলাক্ত খাবার খাচ্ছেন ? শরীর সুস্থ রাখতে এই কাজগুলি করতে পারেন
- গ্যাস ও অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে প্রাকৃতিক চিকিৎসা