কলকাতা, 15 নভেম্বর: শীত কি দুয়ারে ? হেমন্তের দ্বিতীয় ইনিংসেই কি শীত দ্রুত রাজ্যে পা রাখবে ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পথ পাওয়ায় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড় ।
বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা না-থাকায় হাওয়ার পথ বদলের সম্ভাবনা কম। আগামী এক সপ্তাহ ধীরে ধীরে কমবে তাপমাত্রা। চলতি মাসে শীতের আমেজ অনুভূত হলেও এখনই ঠান্ডার প্রবেশ নয় ৷ তবে ধীরে ধীরে নামছে পারদ ৷ আগামীতে তা আরও নামবে। উত্তুরে হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে ৷ আগামী পাঁচ দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে চলে যাবে। আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে।