পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী কয়েকদিনে নামবে পারদ, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের - WEST BENGAL WEATHER UPDATE

উত্তুরে হাওয়া প্রবেশের পথ প্রশস্ত, সপ্তাহান্তে শীতের আমেজ বঙ্গে ৷ কুয়াশা-ধোঁয়াশা দেখা যাবে জেলায় জেলায় ৷ পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷

WEST BENGAL WEATHER UPDATE
ফাইল ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 7:01 AM IST

কলকাতা, 15 নভেম্বর: শীত কি দুয়ারে ? হেমন্তের দ্বিতীয় ইনিংসেই কি শীত দ্রুত রাজ্যে পা রাখবে ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পথ পাওয়ায় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড় ।

বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা না-থাকায় হাওয়ার পথ বদলের সম্ভাবনা কম। আগামী এক সপ্তাহ ধীরে ধীরে কমবে তাপমাত্রা। চলতি মাসে শীতের আমেজ অনুভূত হলেও এখনই ঠান্ডার প্রবেশ নয় ৷ তবে ধীরে ধীরে নামছে পারদ ৷ আগামীতে তা আরও নামবে। উত্তুরে হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে ৷ আগামী পাঁচ দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে চলে যাবে। আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে।

হাওয়া অফিসের আরও পূর্বাভাস, সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে ৷ রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা থাকতে পারে। সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা এখনই পাওয়া যাচ্ছে। পরবর্তীতে তা আরও বাড়বে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও 50 মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। তবে দিনভর আকাশ পরিষ্কার থাকবে। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । আজ থেকে রবিবার পর্যন্ত দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details