কলকাতা, 27 মে: রবির মাঝরাতে 'রেমাল' আছড়ে পড়ার পর সোমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতিপ্রকৃতি কোন পথে? জানাল আলিপুর হাওয়া দফতর ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার সকালে রেমাল নিয়ে যে আপডেট দিলেন তা হল-
- ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এবং পরবর্তী অভিমুখ-অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ সারাদিনে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ রেমাল ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ৷ সোমবার প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ থাকবে 50 কিমি । সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে।
- দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার বৃষ্টি হবে-আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
- ঝোড়ো হাওয়ার দাপট কোথায় কোথায়-নদিয়া এবং মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস হইতে পারে।
- কতক্ষণ চলবে এই দুর্যোগ পরিস্থিতি?সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি। আজ কলকাতায় দিনভর মেঘলা আকাশ ৷ হালকা ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টি। গত 24 ঘণ্টায় তিলোত্তমায় বৃষ্টি হয়েছে 146.2 মিলিমিটার। দুপুর পর্যন্ত ঘণ্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
- উত্তরবঙ্গে প্রভাব কতটা ঘূর্ণিঝড় রেমালের?উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
- উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কোথায় কোথায়?উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আজ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ দমকা ঝোড়ো বাতাস বইবে ৷