কলকাতা, 4 অগস্ট: সক্রিয় বর্ষা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই বর্ষা পরিস্থিতি রাজ্যজুড়ে। শনিবার রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে। ফলস্বরূপ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিচু এলাকায় বানভাসি অবস্থা। উত্তরবঙ্গেও পাহাড়-সহ সমতলে বৃষ্টি বাড়ছে। ফলে ফের দুর্যোগের শঙ্কায় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করেছে। আজ রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।"
দক্ষিণবঙ্গ-
- শনিবার- ভারী বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দফায় দফায় হয়েছে কলকাতা, হাওড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
- আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷
- আগামিকাল, সোমবার কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য।
- মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ৷ ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। ফলে শহর এলাকায় যানজটের সম্ভাবনা থাকছে।