কলকাতা, 29 এপ্রিল:তীব্রজ্বালা পোড়া থেকে রেহাই মিলতে পারে বঙ্গবাসীর ৷ আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টির ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে। আগামী 5 মে থেকে বঙ্গে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷
বঙ্গের ক্রমবর্ধমান তাপমাত্রার ঊর্ধ্বগতি পিছনে ফেলেছে রাজস্থান ও দুবাইকেও ৷ প্ররিত্রাণ পেতে বৃষ্টি জন্য আকুতি ৷ তার মধ্যেই আশার আলো শোনাল আবহাওয়া অফিস ৷ আগামী 5 মে ও তার পরের দু-একদিন বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু বঙ্গে প্রবেশ করতে শুরু করেছে ৷ তার জেরেই বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে । এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছে । তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছে বেশ কয়েকটি জায়গায়।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "ক্ষণিক স্বস্তি মিলতে পারে ৷ কারণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে । পাশাপাশি আমাদের রাজ্যে আগামী 5 দিন তাপমাত্রা বাড়তে পারে ৷ এই ক'দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ "