পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাপপ্রবাহের মধ্যে সুখবর, কয়েকদিন পর হতে পারে স্বস্তির বৃ্ষ্টি - WB Weather Forecast - WB WEATHER FORECAST

WB Weather Forecast: আর কয়েকদিন পরেই দেখা মিলতে পারে বৃষ্টির ৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবেশ করতে শুরু করেছে ৷ তার জেরেই আগামী 5 মে থেকে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 8:52 AM IST

কয়েকদিন পর হতে পারে স্বস্তির বৃ্ষ্টি

কলকাতা, 29 এপ্রিল:তীব্রজ্বালা পোড়া থেকে রেহাই মিলতে পারে বঙ্গবাসীর ৷ আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টির ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে। আগামী 5 মে থেকে বঙ্গে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

বঙ্গের ক্রমবর্ধমান তাপমাত্রার ঊর্ধ্বগতি পিছনে ফেলেছে রাজস্থান ও দুবাইকেও ৷ প্ররিত্রাণ পেতে বৃষ্টি জন্য আকুতি ৷ তার মধ্যেই আশার আলো শোনাল আবহাওয়া অফিস ৷ আগামী 5 মে ও তার পরের দু-একদিন বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু বঙ্গে প্রবেশ করতে শুরু করেছে ৷ তার জেরেই বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে । এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছে । তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছে বেশ কয়েকটি জায়গায়।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "ক্ষণিক স্বস্তি মিলতে পারে ৷ কারণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে । পাশাপাশি আমাদের রাজ্যে আগামী 5 দিন তাপমাত্রা বাড়তে পারে ৷ এই ক'দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ "

পাশাপাশি উপকূল এবং পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে তীব্র তাপপ্রবাহের লাল সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে পুড়লেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের লাল সর্তকতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সর্তকতা জারি থাকছে ।

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ ৷ সর্বনিম্ন 28 শতাংশ। আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 41 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন:

  1. বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
  2. উজ্জ্বল ত্বক পেতে চান ? ব্যবহার করতে পারেন এই পাতার ফেসপ্যাক
  3. সপ্তাহের প্রথম কাজের দিনই কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত ? জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details