পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজও তাপপ্রবাহ চলবে, সপ্তাহান্তে বৃষ্টিতে জুড়বে প্রাণ; ইঙ্গিত আবহাওয়া দফতরের - Weather Forecast - WEATHER FORECAST

WB Weather Report: আজও কলকাতায় অস্বস্তিকর গরম থাকবে ৷ শনিবার থেকে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ মেদিনীপুর, বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ৷

WB Weather Report
আজও তাপপ্রবাহ চলবে

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 7:42 AM IST

কলকাতা, 5 এপ্রিল:ঝড়-বৃষ্টির দেখা আপাতত দক্ষিণবঙ্গে নেই । তার উপর অস্বস্তিকর গরমে বঙ্গে ত্রাহি ত্রাহি অবস্থা বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, এই পরিস্থিতি আগামী দু’দিন চলবে। শনিবার বঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর ৷ তারপর বঙ্গোপসাগর থেকে জোরালো বাতাস দক্ষিণবঙ্গে ঢুকতে পারে। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে। ফলে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী দু’দিন কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। খাতায়-কলমে পারদ 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়নি ৷ আর স্বাভাবিকের চেয়ে তারমাত্রা 5 ডিগ্রি বেশি না-হলে তাপপ্রবাহ পরিস্থিতি বলা হয় না । যদিও উপকূলবর্তী অঞ্চলে পারদ 37 ডিগ্রিতে পৌঁছলেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়। তাই পশ্চিমের জেলাগুলোতে যেমন তাপপ্রবাহের পরিস্থিতি তেমনই দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলেও আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

কলকাতায় অস্বস্তিকর গরম চলবে । তবে তাপপ্রবাহের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। সর্বোচ্চ তাপমাত্রা 38-39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে । তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 6 এপ্রিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে । ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করতে পারে । যার জেরে দক্ষিণ-পশ্চিম বাতাস ঢুকতে শুরু করবে ৷ তার জেরেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা । এই বৃষ্টি বাড়বে। বিশেষ করে উপরের 5টি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ মালদহ এবং দুই দিনাজপুরের বৃষ্টি হবে ।

বৃহস্পতিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 94 শতাংশ। দক্ষিণবঙ্গের উষ্ণতম জেলা ছিল পানাগড় (40.5 ডিগ্রি সেলসিয়াস), দ্বিতীয় স্থানে পুরুলিয়া (40.3 ডিগ্রি সেলসিয়াস), সিউড়ি (40 ডিগ্রি সেলসিয়াস), বাঁকুড়া (39.8 ডিগ্রি সেলসিয়াস), বর্ধমান (39 ডিগ্রি সেলসিয়াস), আসানসোল (39.2 ডিগ্রি সেলসিয়াস), মুর্শিদাবাদ (39.8 ডিগ্রি সেলসিয়াস) ছিল ৷ আজ, শুক্রবার দিনভর অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. ‘টর্নেডোর পূর্বাভাস আমেরিকাও দিতে পারে না’, জলপাইগুড়ি ঝড়ে জানাল আবহাওয়া দফতর
  2. হিমাচলে ভূমিকম্প, 5.3 তীব্রতায় কেঁপে উঠল পাহাড়ি রাজ্য
  3. অকারণে মেজাজ খিটখিটে, শারীরিক সম্পর্কে অনীহা... পেরিমেনোপজের লক্ষণ নয় তো?

ABOUT THE AUTHOR

...view details