কলকাতা ,6 জুলাই:জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলেন বোর্ডের নবনিযুক্ত সভাপতি সোনালি চক্রবর্তী । শনিবার একটি অনুষ্ঠানের যোগ দিয়ে অনলাইন কাউন্সেলিংয়ের সমস্ত প্রক্রিয়া জানিয়ে দিলেন তিনি ৷ সোনালী চক্রবর্তীর কথা অনুযায়ী, আগামী 10 জুলাই থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া ৷ 16 জুলাইয়ের মধ্যে সকল উত্তীর্ণ পড়ুয়াকে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর তৈরি করতে হবে ৷ সেইমতো কোর্স বেছে নিয়ে তা চূড়ান্ত করে দিতে হবে ৷
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি জানিয়েছেন, কাউন্সেলিংয়ের প্রথম ধাপে বরাদ্দ থাকা আসনের ফলাফল বা নামের তালিকা প্রকাশ হবে 19 জুলাই ৷ একইভাবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বরাদ্দ আসন সংখ্যার ফলাফল ঘোষণা হবে 26 ও 30 জুলাই ৷ সমগ্র এই প্রক্রিয়াটি চলবে 5 অগস্ট পর্যন্ত ৷ শনিবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে শিক্ষা মেলা ৷ যেখানে চলছে প্রি-কাউন্সেলিং প্রক্রিয়া ৷ আপাই অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের তরফে এই প্রি-কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতির কথা অনুযায়ী, রাজ্যের সরকার অনুমোদিত 10টি বিশ্ববিদ্যালয়, 9টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, 7টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 56টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট 83টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে ৷
এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরার মূল কারিগর হলেন সকল পড়ুয়ারা ৷ ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনও শাখায় স্নাতক স্তরে ভর্তি হওয়ার সময় সমসাময়িক বিষয় বেছে নেওয়া বিশেষভাবে প্রয়োজন ৷ এতে পরবর্তীতে পেশাগতভাবে উপযুক্ত কাজ করার সুযোগ পাওয়া যাবে ৷" এর পাশাপাশি এই দিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ৷ অনুষ্ঠানে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ভাস্কর গুপ্ত, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ী-সহ অন্যান্যরা ৷