পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘বিজেপিকে ভোট দিন’, আর্জি অধীরের ! ভিডিয়ো ভুয়ো, জানাল পুলিশ - Adhir Chowdhury purported video - ADHIR CHOWDHURY PURPORTED VIDEO

Adhir Chowdhury Purpoted video Case: বঙ্গ কংগ্রেসের দাপুটে নেতা অধীর চৌধুরীর গলায় বিজেপি ভোট দেওয়ার নিদান ভিডিয়োটি বিকৃত ৷ এই কথা জানাল স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এদিকে এই ভুয়ো ভিডিয়ো বিতর্কে সত্য সামনে আসায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে কংগ্রেস ৷

Congress Leader Adhir Chowdhury
কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিজেপিকে ভোট দিন ভিডিয়ো বিকৃত (Representational image getty images)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 7:44 AM IST

Updated : May 4, 2024, 8:24 AM IST

কলকাতা, 4 মে:'বিজেপিকে ভোট দিন', প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায় এমন মন্তব্যটি ভুয়ো ৷ এই ভিডিয়ো ক্লিপটি বিকৃত ৷ বহরমপুরের বিদায়ী সাংসদ এমন কথা বলেননি ৷ শুক্রবার এই তথ্য জানাল খোদ রাজ্য পুলিশ ৷ এই ঘটনায় জঙ্গিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে ৷ তাতে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-সম্প্রচার আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে ৷ তবে সত্য উদঘাটিত হওয়ায় কংগ্রেস নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ৷

পুলিশের এক আধিকারিক বলেন, "আমাদের সাইবার টিম তদন্ত করে জানতে পেরেছে যে ওই ভিডিয়োর একটি অংশ ক্রপ করে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ নির্বাচনের সময় রাজনৈতিক ফায়দা তুলতেই এমন কাজ করা হয়েছে ৷ আমরা জঙ্গিপুর থানায় একটি পৃথক অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ ওই ভিডিয়োটি কোথা থেকে ছড়ানো হয়েছে অর্থাৎ আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করছে ৷" স্বভাবতই কংগ্রেস এই বিকৃত ভিডিয়ো কাণ্ডের তীব্র সমালোচনা করেছে ৷

শুক্রবারই এ নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রদেশ কংগ্রেস লেখে 'সত্যমেব জয়তে' ৷ দলের তরফে জানানো হয়, "আমাদের কোনও বিরোধী দলের আইটি সেলের কয়েকজন অনৈতিকভাবে একটি বিকৃত ভিডিয়ো ছড়িয়েছে ৷ সেটি আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর ৷ যেখানে তিনি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন ৷ এই ভিডিয়োটি একাধিক সাংসদ এবং দুই রাজনৈতিক দলের তাবড় নেতারাও শেয়ার করেছেন ৷ আমাদের নেতার ভাবমূর্তি কালিমালিপ্ত করা তাঁদের উদ্দেশ্যে ৷"

এই পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে কংগ্রেস ৷ দলের তরফে জানানো হয়েছে, "এই ঘটনাটি কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন ৷ দ্রুত পদক্ষেপ করেছে ৷ তাই আমরা নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ৷ দেশের সংবিধানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে ৷ আমরা জানি যে আমরা ন্যায্য বিচার পাব ৷"

আরও পড়ুন:

  1. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  2. মনোনয়ন জমা দিলেন পাঁচ বারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও
Last Updated : May 4, 2024, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details