পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু-সহ ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাধা কেন ? মুখ্যমন্ত্রীকে চিঠি 'স্তম্ভিত' রাজ্যপালের - Governor writes to Mamata - GOVERNOR WRITES TO MAMATA

Governor writes to Mamata: ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রতিনিধি দলকে কেন রাজভবনের বাইরে আটকানো হয়েছিল, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor writes to Mamata
মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল (সৌ: এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jun 14, 2024, 6:45 PM IST

Updated : Jun 14, 2024, 7:24 PM IST

কলকাতা, 14 জুন:রাজভবনে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাধা দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন রাজ্যপাল ৷সিভি আনন্দ বোস শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানতে চেয়েছেন, রাজভবন প্রয়োজনীয় অনুমতি দেওয়া সত্ত্বেও ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের কেন রাজভবনে প্রবেশ করতে বাধা দিয়েছে পুলিশ ? পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন 'আমি স্তম্ভিত'।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বড়বাজারের মাহেশ্বরী ভবনে গিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন । তৃণমূলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিজেপি ৷ যদিও তা রাজ্যের শাসকদল অস্বীকার করেছে ৷ পাশাপাশি তাদের তিনি আশ্বস্তও করেছেন।

এদিন ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বেরিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস বলেন, "আমি স্তম্ভিত। আমি আক্রান্তদের কথা শুনলাম ৷ এটি ঘটনার একটা দিক। আমি রাজ্যপাল পদে রয়েছি ৷ তাই নিরপেক্ষভাবে থেকে মন্তব্য করতে হবে। রাজ্যের বক্তব্য কী, সেটাও শুনতে হবে। আমি রাজ্যের থেকে এই বিষয় রিপোর্ট চেয়েছি ৷ তাদের আরও খানিকটা সময় দিচ্ছি। রাজ্যের বক্তব্য শোনার পরেই মন্তব্য করব ৷" এই ঘটনায় তৃণমূলের তরফে রাজ্যপালকে কটাক্ষ শুনতে হয়েছে মাহেশ্বরী ভবনে যাওয়া নিয়ে ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "তিনি পার্টির কলিগদের দেখতে গিয়েছিলেন। মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন ৷"

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিপূর্ণই ছিল ভোট । তবে ভোট মিটতেই অশান্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত ৷ আক্রান্ত ঘরছাড়া বিরোধীরা ৷ এদিন কলকাতার একটি ধর্মশালায় ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল ৷ শোনেন আক্রান্তদের কথাও।

রাজভবনের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "রাজ্যপাল শুভেন্দু অধিকারীএবং ভোট-পরবর্তী হিংসার শিকার-সহ এক প্রতিনিধিদলকে রাজভবনে আসার এবং তাঁর সঙ্গে দেখা করার জন্য লিখিত অনুমতি দিয়েছিলেন । তা সত্ত্বেও, পুলিশ তাদের রাজভবনে প্রবেশ করতে দেয়নি । রাজ্যপাল আজ সাংবিধানিক নির্দেশ জারি করে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কেন শুভেন্দুদের আটকানো হয়েছিল ৷”

ভোট পরবর্তী নানা জায়গায় তৃণমূলের বিরুদ্ধে উঠছে সন্ত্রাসের অভিযোগ। সেই আবহে কলকাতা-সহ আশপাশের এলাকার একাধিক বিজেপি কর্মী ঘর ছাড়া। তাদের নিয়ে গত সন্ধ্যায় শুভেন্দু রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়।

Last Updated : Jun 14, 2024, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details