পশ্চিমবঙ্গ

west bengal

আরজি কর আবহে মহিলা সুরক্ষায় পদক্ষেপ নবান্নের, 'রাত্রি সাথী' অ্যাপ আনার ঘোষণা রাজ্যের - WB Government Ratri Sathi Scheme

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 7:36 PM IST

Updated : Aug 17, 2024, 8:14 PM IST

Women's Safety in Bengal: রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ শুধু রাস্তাঘাটে নয়, এবার কর্মক্ষেত্রেও ৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর অবশেষে ঘুম ভাঙল রাজ্য প্রশাসনের ৷ আজ নবান্ন থেকে রাজ্যের মহিলা সুরক্ষায় প্রকল্প ঘোষণা করল সরকার ৷

Women's Safety in Bengal
মহিলা সুরক্ষায় 'রাত্রি সাথী' অ্যাপ চালু করছে রাজ্য সরকার ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 17 অগস্ট: কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ আকছাড় ওঠে ৷ আর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন, সেই ঘৃণ্য অপরাধের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে ৷ যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের মহিলাদের সুরক্ষা ব্যবস্থা ৷ সমালোচনার পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে ৷ এই ঘরে-বাইরে এই প্রবল চাপে এবার নারী সুরক্ষা নিয়ে পদক্ষেপ করল রাজ্যের সচিবালয় নবান্ন ৷

আজ নবান্ন থেকে মহিলাদের সুরক্ষার জন্য 'রাত্রি সাথী' প্রকল্প শুরু করছে রাজ্য সরকার ৷ কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার জন্য 'রাত্রি সাথী' অ্যাপ চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে ৷ যেখানে অন্যতম উল্লেখ্য বিষয়, কোনও মহিলা কর্মচারীকে 12 ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলিকেও এই নির্দেশিকা মেনে চলতে হবে ৷ আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘোষণাগুলি দ্রুত লাগু করা হবে ৷

এ দিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি শীর্ষস্থানীয় বৈঠক হয় ৷ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ৷ রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলও ছিলেন ৷

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকার নাইট শিফটে কাজ করা মহিলাদের সুরক্ষার জন্য একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়ে আসছে ৷ সেই লক্ষ্যে 'রাত্রি সাথী' নামে অ্যাপে একাধিক দফতরকে যুক্ত করে, একটি প্রকল্প চালু হতে চলেছে ৷ এই প্রকল্প চালু করার মূল লক্ষ্য হল কর্মক্ষেত্রে (সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন সরকারি সংস্থায় রাতে কাজের সময়) মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷ এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, রাতের ডিউটিতে থাকা মহিলাদের জন্য চিহ্নিত টয়লেট-সহ আলাদা রেস্টরুমের ব্যবস্থা করতে হবে ৷

রাত্রি সাথী বা মহিলা ভলান্টিয়ার ও পর্যাপ্ত পুলিশ এক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে সেখানে থাকবে ৷ কর্মক্ষেত্রে সিসিটিভি মনিটরড সেফজোন মহিলাদের জন্য তৈরি করা হবে ৷ অ্য়ালার্ম ডিভাইসের ব্যবস্থা-সহ একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে ৷ যার নাম দেওয়া হচ্ছে 'রাত্রি সাথী' ৷ এক্ষেত্রে যারা রাতে ডিউটি করবেন, তাঁদের প্রত্যেকের মোবাইলে এই অ্যাপটি থাকা বাধ্যতামূলক হবে ৷ অ্যাপটি সরাসরি স্থানীয় পুলিশ স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে ৷ এছাড়া আপৎকালীন সময়ে হেল্পলাইন নম্বর 100/112-তে কল করলে বাড়তি ব্যবস্থা নেবে প্রশাসন ৷

সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল তথা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের আগে নিরাপত্তা সংক্রান্ত চেকআপের পাশাপাশি, শ্বাসপ্রশ্বাসের পরীক্ষাও করা হবে ৷ প্রতিটি সরকারি হাসপাতালকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 'বিশাখা কমিটি' গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রত্যেক সরকারি সংস্থায় মহিলা নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রচার করতে হবে ৷ বেসরকারি সংস্থাগুলিকে রাজ্যের এই নির্দেশাবলী অনুসরণের সুপারিশ করা হয়েছে এদিন ৷

আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাতের ডিউটির ক্ষেত্রে সবসময় একসঙ্গে দু’জন মহিলা কাজ করতে পারেন সেই সুপারিশ করা হয়েছে ৷ হাসপাতাল এবং মহিলাদের জন্য তৈরি হোস্টেলগুলিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করা ৷ কর্মক্ষেত্রে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখার কথাও এদিন সাংবাদিক বৈঠক জানান তিনি ৷ হাসপাতালের ক্ষেত্রে প্রতিটি তলায় এই ব্যবস্থা রাখতে হবে ৷ প্রত্যেক হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পুলিশের তরফ থেকে সিকিউরিটি অফিসার পোস্টিং করা হবে ৷

Last Updated : Aug 17, 2024, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details