কলকাতা, 6 ডিসেম্বর: টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে হবে আমূল সংস্থার কাজ ৷ প্রায় সাড়ে চার বছর পর এই গুরুত্বপূর্ণ দুই জায়গায় সংস্কার কাজে হাত দেবে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ। ফলে বন্ধ থাকব পানীয় জল পরিষেবা। কলকাতা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা থাকবে জল শূন্য। এই কাজ হবে চলতি মাসের 14 তারিখ অর্থাৎ শনিবার।
কলকাতার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কারণ টালা ও পলতা এই দুই জায়গা ও তার মধ্যবর্তী পাইপ লাইনে চলবে মেরামতি কাজ ৷ মূলত বৈদ্যুতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম হবে বলে কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে ৷ এছাড়াও একাধিক জায়গায ভাল্ব বদল ও একাধিক যন্ত্র মেরামত করা হবে ৷ এই কাজ করা হবে 14 ডিসেম্বর বেলা 11টা থেকে ৷ পলতা জল পরিশোধন কেন্দ্র ও টালা ট্যাঙ্ক, দুই জায়গায় একইসঙ্গে কাজ হবে ৷