পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টানা 4 দিন বন্ধ থাকবে বালি ব্রিজ, কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাবেন কীভাবে? - VIVEKANANDA SETU

দক্ষিণেশ্বরে বালি ব্রিজ ( বিবেকানন্দ সেতু) দিয়ে টানা চারদিন চলবে না বাস ৷ কলকাতা থেকে দক্ষিণেশ্বর যেতে হবে ঘুরপথে ৷

VIVEKANANDA SETU
বালি ব্রিজ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 8:17 PM IST

কলকাতা, 17 জানুয়ারি:টানা চার দিন বন্ধ থাকবে বিবেকানন্দ সেতু ৷ কলকাতা থেকে দক্ষিণেশ্বরের দিকে ঘুরপথে যাবে বাস ৷ বালি ঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের সেতুর কাজের জন্য আগামী 22 জানুয়ারি রাত 12টা থেকে বন্ধ থাকবে বালি ব্রিজ। আগামী 27 জানুয়ারি ভোর পর্যন্ত কাজের জন্য আংশিক বন্ধ রাখা হবে ব্রিজটি । ওই দিন ভোর 4টের পর ব্রিজ চালু হয়ে যাবে। শুক্রবার এ নিয়ে পরিবহণ দফতরের আধিকারিকের সঙ্গে একটি বৈঠক করে বেসরকারি বাস মালিক পক্ষ।

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের বিবেকানন্দ সেতুতে পুরনো গার্টার পরির্বতনের কাজ হবে। পাশাপাশি চলবে ব্যালাস্ট লাইন বসানোর কাজও ।এই কাজের জন্য একটানা প্রায় সাড়ে চার দিন ওই সেতু দিয়ে চলাচল করবে না কোনও ট্রেনও। পরিবহণ দফতরের পক্ষ থেকে পরিবহণ সচিব, রেল কর্তৃপক্ষ, এনএইচএআই, ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেট এবং বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়।

বেসরকারি বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে, কলকাতা থেকে বালি হল্ট ও বম্বে রোডগামী বাস ঘুরপথ দিয়ে চলাচল করবে এই ক'দিন। জানানো হয়েছে, বাসগুলো নিবেদিতা সেতু হয়ে টোল প্লাজা হয়ে ন্যাশনাল হাইওয়ে-8 ধরবে। পরিবহণের পক্ষ থেকে এও জানানো হয়েছে, একদিন টোল গেটটি পারাপার করার ক্ষেত্রে কোনও টোল কর দিতে হবে না বাসকে। এই খরচ রেল বহন করবে।

এছাড়াও বালি হল্টের আগে নেট দিয়ে যে কাজ চলছে সেটিকে খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন, বেসরকারি বাস মালিকরা । এই নিয়ে পরিবহণ দফতর জানিয়েছে, বালি হল্ট থেকে দক্ষিণেশ্বর ও কলকাতার দিকে যে বাসগুলি যাবে সেইসব বাস বালি ব্রিজের এক দিক দিয়ে আসবে বর্তমানে যেমন আসে। এইভাবে আগামী 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বাস যাতায়াত করবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে বালি হল্ট যাওয়ার জন্য নিবেদিতা সেতু দিয়ে যেতে হবে।

ABOUT THE AUTHOR

...view details