পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর ‘বাংলাদেশ ভবন’ থেকে সরিয়ে দেওয়া হল 'কবিপ্রয়াণ' অনুষ্ঠান - Bangladesh Unrest - BANGLADESH UNREST

Rabindranath Tagore Death Anniversary: বাংলাদেশের পরিস্থিতির জের ৷ বিশ্বভারতীর ‘বাংলাদেশ ভবন’ থেকে সরিয়ে দেওয়া হল কবিপ্রয়াণ অনুষ্ঠান ৷

Visva Bharati Bangladesh Bhavan
বাংলাদেশ ভবন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 7:07 PM IST

শান্তিনিকেতন, 6 অগস্ট:উত্তাল বাংলাদেশ ৷ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ৷ পড়শি দেশ দখল নিয়েছে সেনাবাহিনী । প্রধানমন্ত্রীর বাসভবন আন্দোলনকারীদের দখলে ৷ ওপার বাংলার পরিস্থিতির আঁচ পড়েছে এপার বাংলাতেও ৷ পড়শি দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে 22 শ্রাবণ কবি প্রয়াণ অনুষ্ঠান 'বাংলাদেশ ভবন' থেকে স্থানান্তরিত করা হল। বৃক্ষরোপণ-সহ সমগ্র অনুষ্ঠান হবে উপাসনা গৃহের বিপরীতে পুরনো মেলার মাঠে ৷

‘বাংলাদেশ ভবন’ থেকে সরিয়ে দেওয়া হল কবিপ্রয়াণ অনুষ্ঠান (ইটিভি ভারত)

তড়িঘড়ি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য-সহ আধিকারিকেরা ৷ পাশাপাশি, আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের নিরাপত্তার জন্য বিশ্বভারতীর তরফে পুলিশকে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে 2018 সালে বিশ্বভারতীতে এই বাংলাদেশ ভবন তৈরি হয়েছিল, যা উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

প্রতি বছর 22 শ্রাবণ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ অনুষ্ঠান পালিত হয় বিশ্বভারতীতে ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হয় বৃক্ষরোপণ ৷ এবার সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে । সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল ৷ কিন্তু, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল । বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত, বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়, বিভিন্ন ভবনের অধ্যক্ষ-সহ অন্যান্য আধিকারিকরা । বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের নিরাপত্তার স্বার্থে সমগ্র অনুষ্ঠানটি স্থানান্তরিত করা হবে ৷ অনুষ্ঠানটি হবে উপাসনা গৃহের বিপরীতে পুরনো মেলার মাঠে ।

বিশ্বভারতীর ‘বাংলাদেশ ভবন’ (ইটিভি ভারত)

এই প্রথম বাংলাদেশ ভবনে বর্ষামঙ্গল বা বৃক্ষরোপণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৷ তা সরিয়ে নেওয়া হয়েছে ৷ বৈঠক শেষে উপাচার্যের নেতৃত্বে আধিকারিকেরা পুরনো মেলার মাঠ ঘুরে দেখেন । এছাড়া, বাংলাদেশ ভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে ৷ বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার পুলিশকেও নিরাপত্তার বিষয়টি দেখার জন্য জানানো হয়েছে ।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল বলেন, ‘‘বাংলাদেশ ভবনেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ৷ সেটা সরিয়ে নেওয়া হল ৷ পুরনো মেলার মাঠে হবে কবিপ্রয়াণ অনুষ্ঠান । আমাদের নিরাপত্তারক্ষীরাই বাংলাদেশ ভবনের সুরক্ষায় আছে ।’’ বাংলাদেশ ভবনে শুধু যে বৃক্ষরোপণ অনুষ্ঠান বাতিল হল তা নয় । এই অগস্ট মাসে পরিচালক শ্যাম বেনেগলের নির্মিত ‘মুজিব, দ্য মেকিং অফ নেশন’ বায়োপিক দেখানোর পরিকল্পনা ছিল ৷ তাও স্থগিত করে দেওয়া হয়েছে ।

বাংলাদেশ সরকারের 40 কোটি টাকা ব্যায়ে বিশ্বভারতীর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রের মাঠে 40 হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয় আন্তর্জাতিক ‘বাংলাদেশ ভবন’ ৷ 2018 সালের 25 মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেন ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ভবনের নক্সা তৈরি করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ পরে এই ভবন পরিচালনা জন্য বাংলাদেশ সরকারের তরফে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ চুক্তি হয়েছিল, এই টাকা ব্যাঙ্কে ফিক্সড করে তার সুদের অঙ্ক দিয়ে বাংলাদেশ ভবন রক্ষণাবেক্ষণ করা হবে ৷ আর ভবনের দায়িত্ব থাকবে বিশ্বভারতীর উপর ।

1999 সালে সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান 'দেশিকোত্তম' দেওয়া হয়েছিল ৷ ফলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন নিয়ে তাঁর আবেগ অনেকটাই বেশি ছিল ৷ এই বাংলাদেশ ভবনে রয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি-সহ মুক্তিযুদ্ধের নানান ছবি, ভাস্কর্য, তথ্য ৷ এছাড়া রয়েছে একটি গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ-সহ পড়াশোনার কক্ষ ৷ দুই বাংলার ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ ও কাজি নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে এই বাংলাদেশ ভবনে ৷

ABOUT THE AUTHOR

...view details