পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

29 কিমি জুড়ে বসছে কাঁটাতারের বেড়া, ভারত-বাংলাদেশে সীমান্তে নজরদারিতে হবে নতুন বিওপি - INDIA BANGLADESH BORDER FENCING

জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের 29 কিলোমিটার কাঁটাতারহীন ৷ সীমান্তের এই এলাকায় বেড়া দেওয়া ও নতুন বিওপি-র জন্য কাটল জমি জট ৷

India Bangladesh border fencing
জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 2:15 PM IST

জলপাইগুড়ি 17 জানুয়ারি: সম্প্রতি বাংলাদেশে অশান্তির আবহে সীমান্ত সতর্ক বিএসএফ ৷ জলপাইগুড়ি জেলার কাঁটাতারহীন সীমান্তে বেড়া দেওয়ার কাজ তাড়াতাড়ি শেষ করতে উদ্যোগী জেলা প্রশাসন । সীমান্তে এ নিয়ে জট কাটাতে আসরে সদর ব্লকের বিডিও । এই জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের 29 কিলোমিটার কাঁটাতারহীন রয়েছে ৷ সেই এলাকায় এবার কাঁটাতার লাগানোর কাজ শুরু হতে চলেছে ৷

জলপাইগুড়ি জেলায় নতুন করে বিএসএফ-এর বর্ডার আউট-পোস্ট (বিওপি) হচ্ছে । জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু কাঁটাতারহীন এলাকায় সীমানা চিহ্নিতকরণ হয়নি বলে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছিল না। এবার জমি জট কাটায় 29 কিলোমিটার কাঁটাতারহীন এলাকায় শীঘ্রই বেড়া দেওয়ার কাজ শুরু হবে ৷ তৈরি হবে একটি নতুন বিওপি ৷ সাতকুরা বিওপি আর পাঠানপাড়া বিওপি-র মাঝে ফকিরপাড়া এলাকায় এই নতুন বিওপি হবে ৷ সাতকুড়া আর পাঠানপাড়ার দুরত্ব 1.5 কিলোমিটার।

29 কিমি জুড়ে ভারত-বাংলাদেশে সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া (ইটিভি ভারত)

গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই জমি জটের সমাধান হয়েছে বলে জানান বিডিও। জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে কাঁটাতারের বেড়া নেই । ফলে মাঝে মধ্যেই এই খোলা সীমান্ত দিয়ে চোরাচালান-সহ অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে । চোরাকারবারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের বচসা থেকে ধারালো অস্ত্রের আক্রমণও হয়েছে সিংপাড়া এলাকায় ৷ যার ফলে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুও হয় ৷

কাঁটাতারহীন সীমান্তে বিএসএফ-এর টহল (নিজস্ব চিত্র)

জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার বলেন, "দীর্ঘদিনের সমস্যার সমাধান প্রায় শেষের পথে ৷ নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের 6টি গ্রামের মধ্যে বাঙালপাড়া, হিন্দুপাড়া, অন্তুপাড়া, ক্ষুদিপাড়া, সিপাই পাড়া, খেকিরডাঙ্গা ওপারে রয়েছে । আজ সীমান্ত এলাকায় পরিদর্শনে যাওয়া হয়েছিল। কোন কোন এলাকার দিয়ে কাঁটাতারের বেড়া যাবে, তা চিহ্নিতকরণ হয়েছে ৷ খুব তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হবে।"

তিনি আরও জানান, 150 গজের মধ্যে কিছু বাড়ি রয়েছে ৷ কাঁটাতার দিতে যাতে কোন সমস্যা না-হয় সেই কারণে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা হয়েছে । তাঁদের জমির ক্ষতিপূরণ দেওয়াও হবে । গ্রামবাসীদের সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা দেখা হচ্ছে । এছাড়া চাণক্য বিওপি, শুভেন্দু বিওপি, মহাদেব বিওপি, সিংগিমারি বিওপি-র সমস্যাগুলো মিটে যাওয়ার পথে।

সীমান্তে বেড়া সমস্যা মেটাতে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা (নিজস্ব চিত্র)

এদিন চাণক্য বিওপি-র তত্বাবধানে থাকা ভারতীয় 6টি গ্রামকে ঘিরে কাঁটাতার দেওয়ার নিয়ে যে সমস্যা ছিল, তা অনেকটাই মিটে গিয়েছে গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর ৷ এই 6টি গ্রাম হল বাঙালপাড়া, হিন্দুপাড়া, অন্তুপাড়া, ক্ষুদিপাড়া, সিপাই পাড়া, খেকিরডাঙ্গা। যার সীমান্ত খোলা রয়েছে । এই 6টি গ্রামে চারপাশে কাঁটাতারের বেড়া হয়ে গেলে সীমান্তের নিরাপত্তা অনেকটাই জোরদার করতে পারবে বিএসএফ।

কাঁটাতারের বেড়া দেওয়ার পর নতুন বিএসএফ-এর একটি ক্যাম্পও করা হবে ৷ বেড়া দেওয়া ও ক্যাম্পের জন্য প্রয়োজন জমি ৷ গ্রামবাসীরা প্রয়োজনীয় ক্ষতিপূরণ পেলে জমি দিতে রাজি ৷ গ্রামবাসী ভুপাল রায় বলেন,"আমরাও চাইছি, কাঁটাতারের বেড়া দেওয়া হোক । আমরা জমি দিতে রাজি ৷ আমাদের ক্ষতিপূরণ দিয়ে সমস্যার সমাধান করা হোক ।" আর এক গ্রামবাসী প্রবীর রায় জানান, আমাদের এখানে নতুন ক্যাম্প হোক । ক্ষতিপূরণ পেলে সবাই জমি দেবে ।

খোলা সীমান্তের জন্য সমস্যায় পড়তে হয় এখানকার বাসিন্দাদের ৷ কারণ উন্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য লেগেই থাকে ৷ তাই কাঁটাতারের বেড়া দেওয়া হয়ে গেলে এ সমস্যা কমবে বলে মনে করছেন গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details