পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোজের উচ্ছে-বেগুন-আলুতে 'আগুন', বর্ষার আগে সেঞ্চুরি হাঁকাচ্ছে সবাই - Vegetables Price Hike

Vegetables Price Hike in Kolkata: দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই ৷ ফলে সবজির ফলন হচ্ছে কম ৷ কমেছে জোগানও ৷ এদিকে চাহিদা তো একই আছে ৷ এর জেরে অধিকাংশ সবজির দাম প্রতি কেজি 100 টাকা পার করে গিয়েছে । শাক-সবজির দামের ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ৷

Vegetables Price Hike in Kolkata
বর্ষার আগে সেঞ্চুরি হাঁকাল সবজি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 10:49 PM IST

কলকাতা, 22 জুন: দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাসের সময় পেরিয়ে দিন দুই আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ৷ বৃষ্টি না-হওয়ায় সবজি নষ্ট হয়েছে প্রচুর ৷ জোগান নেই, এদিকে চাহিদা যেমনকার তেমনই আছে ৷ তাই বাজারে অধিকাংশ সবজির দাম আকাশছোঁয়া ৷ যে সবজিতেই ক্রেতারা হাত দিচ্ছেন, আর দাম থেকে যেন আগুন ঝরছে ৷ উচ্ছে থেকে বিনস, টমেটো, আলু, শশা, গাজর, ক্যাপসিকামের যা দাম বেড়েছে তাতে আমজনতার পকেটে টান পড়তে চলেছে ৷

শিয়ালদা কোলে মার্কেট হোক বা ধর্মতলার নিউমার্কেট, উত্তরের মানিকতলা বাজার থেকে বেহালার হরিদেবপুর বাজার, ছবিটা প্রায় একই ৷

বর্ষার আগে সেঞ্চুরি হাঁকাচ্ছে সবজি (ইটিভি ভারত)

কলকাতার বাজারে এখন

  • বেগুন প্রতি কেজি 120 থেকে 150 টাকা
  • কাঁচা লঙ্কা কেজি 150 টাকা থেকে 200 টাকা
  • উচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কিলো
  • শশার দাম ছাড়িয়েছে 100 টাকা থেকে 120 টাকা
  • টমেটোর দাম বেড়ে হয়েছে প্রতি কেজি 100 টাকা থেকে 120 টাকা
  • কাঁকরোল কেজি 100 টাকা থেকে 120 টাকা বিকোচ্ছে
  • এছাড়াও ক্যাপসিকাম এখন 200 টাকা কিলো
  • সজনে ডাঁটা 300 টাকা কিলো
  • বিনস 250 টাকা থেকে 300 টাকা কিলো
  • কাঁচা পেঁপের বাজার দর বেড়ে 50 টাকা থেকে 70 টাকা
  • গাজর 40 টাকা থেকে বেড়ে 60 টাকা কিলো হয়েছে
  • পটলের দাম কেজি প্রতি 40 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 60 টাকা
  • ঝিঙে 60 টাকা কেজি থেকে বেড়ে 70-80 টাকা কিলোয় পৌঁছেছে
  • ঢ্যাঁড়শ 60 টাকা থেকে 80 টাকা কিলো
  • বরবটি 80 টাকা কিলো প্রতি কেজি
  • কুমড়ো 40 থেকে 50 টাকা কিলো
  • ফুলকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা
  • বাঁধাকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা
  • লাউ 40 টাকা থেকে 60 টাকা প্রতি পিস

বিক্রেতাদের কথায়, সবজি আসছে কম। তাই চাহিদা অনুসারে জোগান কমে যাওয়াতেই দাম বেড়েছে পাইকারি বাজারে ৷ সবজি বিক্রেতারা বলছেন, তাঁদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাই খুচরো বাজারে বেশি দামে বিক্রি করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details