পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিবার আলিপুরদুয়ারে রাজনাথের সভা, মিঠুনের মেগা-শো দেখবে জলপাইগুড়ি - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty: তাঁকে নিয়ে বিজেপির অনেক আশা। তবে প্রচার শুরু করার আগেই খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল মিঠুনের জন্য। কেন্দ্রীয় মন্ত্রীর সভার জন্য বদলে গেল প্রচারের জায়গা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 9:23 PM IST

কলকাতা, 13 এপ্রিল: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সভার জেরে বদলে গেল মহাগুরুর প্রচার সূচি । রবিবার বাংলা বছরের প্রথম দিন। আগে থেকে ঠিক ছিল, নববর্ষে আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী । তবে এবার তা বদলে গেল। এদিন এই আলিপুরদুয়ারেই সভা করতে আসছেন রাজনাথ সিং। তাই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তৈরি হয়েছে । এমতাবস্থায় আলিপুরদুয়ারের বদলে জলপাইগুড়িতে প্রচার করবেন 'ডিস্কো ড্যান্সার' ।

বেলা 2.30টে নাগাদ আলিপুরদুয়ারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভা হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের হেভিওয়েট মন্ত্রী হিসেবে তাঁর নিরাপত্তার জন্য বাড়তি বন্দোবস্ত রাখতেই হবে প্রশাসনকে। সভাস্থল এবং তার আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনে যান নিয়ন্ত্রণের প্রয়োজন পড়তে পারে।

একইভাবে মিঠুনের প্রচার মানেই প্রবল ভিড়। নেতা মিঠুন অথবা অভিনেতা মিঠুন-ভিড় আর তিনি কার্যত সমার্থক শব্দ। শুধু তাঁকে দেখতে আজও মাইলের পর মাইল হেঁটে ফেলা যায় অনায়াসে। সেদিক থেকে তাঁর প্রচার ঘিরেও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো একান্ত দরকার। ঠিক এরকমই পরিস্থিতিতে মহাগুরুর প্রচার শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে ।

সেখানে রবিবার রোড-শো করবেন। পরেরদিন অর্থাৎ 15 এপ্রিল তিনি যাচ্ছেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে জয়গাঁওতে সভা এবং তারপর রোড শো করবেন তিনি। পরের দিন কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রথমে রোড শো তারপরে জনসভা করার কথা মিঠুনের।

কিছুদিন আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন । বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বিজেপির অন্দরে খবর, শরীর খুব একটা ভালো নয় বলেই তিনি প্রার্থী হতে চাননি । প্রচার করবেন বলে দলকে জানিয়েছেন।

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশেই পয়লা বৈশাখ থেকেই তিনি নির্বাচনী প্রচারে নামছেন। শুরু করছেন উত্তরবঙ্গ দিয়েই। লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে কয়েক দফা নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে বাঙালির আবেগ বোঝেন মিঠুন চক্রবর্তী। তাই শেষ লগ্নে মিঠুন চক্রবর্তীকে নির্বাচনী প্রচারের ময়দানে নামিয়ে কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটারদের মন জয় করার কথা ভাবছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:

  1. পয়লা বৈশাখে বিজেপির নির্বাচনী প্রচারে নামছেন 'মহাগুরু'
  2. প্রধানমন্ত্রী ফোন করে 'বকা' দিয়েছেন, কবে ফিরবেন শুটিং ফ্লোরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানালেন মিঠুন

ABOUT THE AUTHOR

...view details