কলকাতা, 3 জুলাই:বৌবাজারের ঘটনার মাঝেই ফের শহরে গণপিটুনি ৷ভিনরাজ্যের যুবককে পেটানোর অভিযোগ উঠল খাস কলকাতায় ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খিদিরপুরে এই গণপিটুনির ঘটনা ঘটে ৷ তারপর রাতেই ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগে লেখা হয়, পানের পিক ফেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের এক যুবককে গণধোলাই দেয় 10-12 যুবক ৷ অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নেমেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ ।
জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে পরিবার নিয়ে ওয়াটগঞ্জের একটি গেস্ট হাউসে ওঠে উত্তরপ্রদেশের যুবক। রাস্তায় দাঁড়িয়ে সেদিন ওই যুবক পান খাচ্ছিলেন ৷ সে সময় গেস্ট হাউসের পাশে তিনি পানের পিক ফেলেন । এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন যুবক প্রতিবাদ করলে উত্তরপ্রদেশের যুবক তাদের গালিগালাজ করে ৷ এরপরেই তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ।
শুধু গণপিটুনি নয়, মারধরে ভিডিয়ো করে ধৃত পড়ুয়ারা; ইরশাদ কাণ্ডে দাবি পুলিশের