পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঠন করা হয়নি ন্যায়পাল, ইউজিসির খেলাপির তালিকায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ও - UGC Defaulter Gour Banga University - UGC DEFAULTER GOUR BANGA UNIVERSITY

University of Gour Banga: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে খেলাপি তালিকাভুক্ত করেছে ইউজিসি ৷ কারণ এই বিশ্ববিদ্যালয়ে এখনও গঠন করা হয়নি ন্যায়পাল ৷ এই ন্যায়পাল হল ইউজিসির গাইডলাইন, পড়ুয়াদের কোনও অভিযোগ থাকলে তার নিষ্পত্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি ৷

UGC Defaulter University of Gour Banga
খেলাপির তালিকায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 11:00 PM IST

মালদা, 22 জুন: ইউজিসির গাইডলাইন, পড়ুয়াদের কোনও অভিযোগ থাকলে তার নিষ্পত্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি থাকতে হবে ৷ শিক্ষা জগতে যা ন্যায়পাল নামে পরিচিত ৷ সেই কমিটিতে একজন চেয়ারপার্সন থাকবেন ৷ তিনি কোনও অবসরপ্রাপ্ত উপাচার্য, অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 বছর শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক অথবা অবসরপ্রাপ্ত জেলা জাজ হতে পারেন ৷

ন্যায়পাল কমিটিতে অবশ্যই একজন মহিলা থাকতে হবে ৷ আর রাখতে হবে একজন তফশিলি জাতি বা উপজাতিভুক্ত ব্যক্তি এবং একজন ছাত্র প্রতিনিধিকে ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ মেনে ন্যায়পাল গঠিত না হওয়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে খেলাপি তালিকাভুক্ত করেছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ৷ একই কারণে খেলাপি করা হয়েছে পাশের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কেও ৷ তবে শুধুমাত্র গৌড়বঙ্গের এই দুই বিশ্ববিদ্যালয়ই নয়, ইউজিসির খেলাপির তালিকায় রয়েছে রাজ্যের মোট 14টি বিশ্ববিদ্যালয় ৷ এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার শিক্ষা মহলে ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে এখনও ন্যায়পাল গঠিত হয়নি, তা 2023 সালেই টের পেয়েছিল ইউজিসি ৷ গত বছরই ইউজিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, দ্রুত এই কমিটি গঠন করতে হবে ৷ নাহলে বিশ্ববিদ্যালয়কে খেলাপি তালিকাভুক্ত করা হবে ৷ কিন্তু সেই চিঠি পাওয়ার পরেও ঘুম ভাঙেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ তাদের বক্তব্য, এই কাজগুলি মূলত বিশ্ববিদ্যালয়ের ইনস্পেক্টর অফ কলেজেস করে থাকেন ৷ এতদিন সেই পদ সামলেছেন অপূর্ব চক্রবর্তী ৷

একইসঙ্গে তিনি রেজিস্ট্রারের পদও সামলেছেন ৷ রেজিস্ট্রারের কাজের চাপে তিনি সেই কাজ করে উঠতে পারেননি বলে জানা গিয়েছে ৷ তার উপর বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজ্যপালের মধ্যে একটা সংঘাত চলছিল ৷ তার জেরেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে ৷ যদিও দ্রুত এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ৷ ইউজিসির চিঠির প্রাপ্তি স্বীকার করে তিনি জানান, ইউজিসির চিঠি আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ দু'একদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ন্যায়পাল গঠন করা হবে ৷ সেকথা ইউজিসিকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details