কলকাতা, 24 জুলাই: উত্তরবঙ্গকে বাড়তি কেন্দ্রীয় সুবিধা পাইয়ে দিতে যুক্ত করা হোক উত্তরপূর্ব ভারতের সঙ্গে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এমনই প্রস্তাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরে বুধবার রাতে এক ভিডিয়ো বার্তায় বিষয়টি নিজেই জানান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত ৷ তিনি চান পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভিডিয়ো বার্তা (ইটিভি ভারত) উত্তরবঙ্গ নিয়ে বিজেপি বেশ কয়েক বছর ধরেই একাধিক দাবি করে আসছে। কখনও তারা রাজ্যের বাকি অংশ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলেছে। আবার কখনও দলের সাংসদ-বিধায়করা উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে দেখতে চেয়েছেন । এবার একেবারে ভিন্ন প্রস্তাব নিয়ে হাজির হলেন সুকান্ত। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলার কথা তিনি বলেননি। কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণারও দাবি করেননি । বরং উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলেছেন বালুরঘাটের সাংসদ ৷
উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হওয়ার পরেই বিজেপি রাজ্য সভাপতি এমন পদক্ষেপ নিলেন । জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জমা দেন তিনি। সেখানে বলা হয়েছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে উত্তরপূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকে যুক্ত করা হোক । প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই প্রস্তাব তাঁর হাতে তুলে দেন বলে জানান সুকান্ত।
তাঁর দাবি, বেশ কয়েকটি ক্ষেত্রে উত্তরবঙ্গের সঙ্গে উত্তরপূর্ব ভারতের মিল রয়েছে। সেই মিলের জায়গা থেকে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা যেতেই পারে। ভিডিয়ো বার্তায় তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের সঙ্গে 'যুক্ত করা যেতে পারে। তাহলে উত্তরবঙ্গের প্রকল্পগুলোয় অর্থ বরাদ্দ অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি ওই অঞ্চলগুলির সামগ্রিক উন্নয়নও হবে।" তাঁর বিশ্বাস এই কাজে রাজ্য সরকারের সমর্থনও পাওয়া যাবে । তিনি বলেন, "আমি মনে করি রাজ্য সরকারের কোনও বাধা থাকবে। তাঁদের পুরো সহযোগিতা পাব বলেই আমি আশা করি।"