পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'পুলিশের বন্দুক কি অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য ?', কটাক্ষ সুকান্তর - SUKANTA MAJUMDAR SLAMS POLICE

মুর্শিদাবাদ যাওয়ার পথে নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তৃণমূলকে কড়া আক্রমণ শানান তিনি ৷

BJP Agitation in Nadia
নদিয়ায় বিজেপির বিক্ষোভ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 4:07 PM IST

Updated : Nov 20, 2024, 4:22 PM IST

কৃষ্ণনগর, 20 নভেম্বর: গ্রেফতার হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি ছাড়া আরও কয়েকজন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁরা মুর্শিদাবাদের বেলডাঙা যাচ্ছিলেন ৷ পথেই তাঁদের গ্রেফতার করা হয় ৷

মুর্শিদাবাদ যাওয়ার পথে 12 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করে সুকান্তদের পুলিশের ভ্যানে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় ৷ এদিন অশান্তি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার সমালোচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, "পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ৷ বন্দুক কেন রাখা হয়েছে ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য ? নাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতি বছর কালীপুজো হয় ৷ সেখানে ফাটানোর জন্য ? পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি পর্যন্ত চালায়নি পুলিশ ?"

নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

মুর্শিদাবাদে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতির ৷ সেই খবর প্রশাসনের কাছেও ছিল ৷ জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল সেতু পার হওয়ার কথা ছিল সুকান্তর। তার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয় ৷ কনভয় দ্বিজেন্দ্রলাল সেতুতে গিয়ে পৌঁছলে আটকে দেওয়া হয় ৷ প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের ৷ পরে তা বচসায় পরিণত হয় ৷ শেষমেশ রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতা কর্মীরা ৷ এরপর তাঁদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিশ।

সুকান্ত মজুমদার প্রশাসনের সমালোচনা করে বলেন, "প্রশাসন পুরোপুরি অগণতান্ত্রিক উপায়ে কাজ করছে ৷ এখানে তৃণমূল আর প্রশাসন আলাদা নয় ৷" প্রায় আধ ঘণ্টা ধরে রাস্তায় বসার পর অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে ৷ পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মী গ্রেফতার হন ৷ তাঁদের সবাইকে পুলিশের ভ্যানে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় ৷ এই ঘটনার পর জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি ৷

Last Updated : Nov 20, 2024, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details