কলকাতা, 2 ডিসেম্বর: ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক পর্যটন গন্তব্যের তকমা পেল পশ্চিমবঙ্গ ৷ আজ রাজ্য বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, পুরীর আদলে দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার, তার কাজও শেষ হয়ে গিয়েছে ৷ খুব শীঘ্রই এই মন্দির উদ্বোধন হবে বলে জানান তিনি ৷
মমতা এ-ও জানান, জগন্নাথ মন্দিরে মার্বেলের জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি যেমন থাকবে, তেমনই পুরীর মন্দিরের আদলে নিমকাঠের ছোট্ট প্রতিমাও রাখা হবে পুজোর জন্য ৷ এর পাশাপাশি, জগন্নাথ মন্দিরের জন্য একটি ট্রাস্ট গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ যার অধীনে মন্দিরের বিপুল কর্মকাণ্ড পরিচালিত হবে ৷ মন্দিরের সঙ্গেই ভোগ-ঘর তৈরি করা হয়েছে ৷ যেখানে রোজ বিপুল পরিমাণে ভোগ রান্না হবে বলে জানিয়েছেন তিনি ৷
ধর্মীয় পর্যটন ক্ষেত্র হিসেবে বাংলাকে তুলে আনতে সরকার বদ্ধপরিকর, যেখানে সবার আগে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে বলে জানান মমতা ৷ এ প্রসঙ্গে দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বরে তৈরি হওয়া স্কাই ওয়াকের কথা জানান মুখ্যমন্ত্রী ৷ এমনকি একান্ন সতিপীঠের মধ্যে অন্যতম কালীঘাট মন্দিরের স্কাই ওয়াকের কাজও প্রায় শেষ বলে জানান তিনি ৷ বলেন, যানজট ও ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা সেখানে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন ৷