মাদারিহাট, 12 নভেম্বর: উপ-নির্বাচনের আগের দিন মাদারিহাট বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহার ও সাংসদ মনোজ টিগ্গার নামে কুৎসা পোস্টার দেখা গেল ৷ বিজেপির অভিযোগ, এই কুৎসা পোস্টার লাগিয়েছে তৃণমূল ৷ অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ৷ ছ'টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের কয়েক ঘণ্টা আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহারের বিরুদ্ধে পোস্টার পড়ল ৷
ভোটের আগে বিজেপি প্রার্থীর নামে কুৎসা পোস্টার, অভিযাগ অস্বীকার তৃণমূলের - MADARIHAT ASSEMBLY BYPOLL
মাদারিহাট বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহার এবং সাংসদ মনোজ টিগ্গার নামে কুৎসা পোস্টার পড়ল ৷ বিজেপি তৃণমূলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল ৷
Published : Nov 12, 2024, 11:07 PM IST
‘চার্জশিট’ নামের পোস্টারে রাহুল লোহারের বিরুদ্ধে নানারকম মন্তব্য করা হয়েছে ৷ এই বেনামি পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে ৷ এই পোস্টার সম্পর্কে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি ও সাংসদ মনোজ টিগ্গা বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল একটি নতুন রাজনীতিপর সংস্কৃতি এনেছে, সেটা কুৎসার রাজনীতি ৷ তৃণমূল জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিজেপিকে হারানো যাবে না ৷ তাই এই কুৎসা রটাচ্ছে ৷ আমার ছবি দিয়ে পোস্টার বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় লাগিয়েছে ৷ আমাদের প্রার্থী রাহুল লোহারের নামেও পোস্টার ছেপে বিভিন্ন জায়গায় বদনাম করার একটা চক্রান্ত করছে ৷ মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে তারা ৷" বিজেপি নেতা আত্মবিশ্বাসী যে আগামিকালের উপ-নির্বাচনে জয়ী হবে বিজেপি প্রার্থী ৷
এদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, এতে তৃণমূল কংগ্রেস জড়িত নয় ৷ তিনিও জোর দিয়ে বলেন, "মাদারিহাট বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জিততে চলছে ৷ এটা নিশ্চিত ৷ এই প্রথম বার বিজেপি মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচনে হারতে চলেছে ৷ তার জন্যই অনেক উল্টোপাল্টা কথা বলছে ৷"