পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদয়নকে আক্রমণের জের ! গ্রেটার নেতা বংশীবদনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের - RAJBANSHI SCHOOL RECRUITMENT SCAM

রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের ৷ রাজবংশীদের উন্নয়নে কাজ না-করার অভিযোগ ৷

RAJBANSHI SCHOOL RECRUITMENT SCAM
গ্রেটার নেতা বংশীবদনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 8:20 PM IST

দিনহাটা, 1 নভেম্বর: গ্রেটার নেতা বংশীবদন বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের ৷ আরও নির্দিষ্ট করে বললে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ তুলেছে ৷

রাজবংশী স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের নামে বংশীবদন বর্মন দুর্নীতি করেছেন বলে অভিযোগ ৷ শাসকদলের তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি মর্চার দিনহাটা শহর ব্লকের সভাপতি হীরালাল দাস এই অভিযোগ করেছেন ৷

তিনি বলেন, "রাজ্য সরকার দু’শোর বেশি রাজবংশী স্কুলকে অনুমোদন দিয়েছে ৷ সেই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্রেটার নেতা বংশীবদন বর্মন দুর্নীতি করেছেন ৷"

এই হীরালাল দাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ কয়েকদিন আগে উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বংশীবদন ৷ আজকের এই নিয়োগ দুর্নীতির অভিযোগ তারই পালটা কি না, সেই প্রশ্নই উঠছে জেলার রাজনীতিতে ৷

উল্লেখ্য, সম্প্রতি একটি বিজয়া সম্মিলনীতে উদয়ন অভিযোগ করেছিলেন, তৃণমূলের নেতাদের একাংশ আবাস যোজনার দুর্নীতির সঙ্গে জড়িত ৷ সেই সব নেতারা না-শোধরালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ৷ এরপরেই স্থানীয় এক সংবাদ মাধ্যমে বংশীবদন অভিযোগ করেন, "উদয়ন গুহের মদতে আবাসে দুর্নীতি হচ্ছে ৷ তিনি সবটাই জানেন ৷" উদয়নের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কোচবিহারের রাজনৈতিক মহলে ৷

এবার সেই বংশীবদনের বিরুদ্ধেই দু’শোর বেশি রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন উদয়ন ঘনিষ্ঠ তৃণমূলের নেতারা ৷ তবে, বংশীবদন এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ এখন দেখার এই দোষারোপ, পালটা দোষারোপ পর্ব কোথায় গিয়ে থামে ৷ উল্লেখ্য, এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, তাঁর দলেরই একাংশ ৷ যদিও, সেই নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details