পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া খুন, দুই যুবককে কুপিয়ে মারল দুষ্কৃতীরা - Double Murder in Ranaghat - DOUBLE MURDER IN RANAGHAT

Youth Stabbed to Death: নির্বাচন শেষ হওয়ার পর এখনও উত্তপ্ত রানাঘাট । এবার একসঙ্গে দুই যুবককে কুপিয়ে খুন ৷ তদন্তে নামল পুলিশ ৷

Double Murder in Ranaghat
রানাঘাটে জোড়া খুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 11:03 PM IST

রানাঘাট, 25 জুলাই: দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া মনসাতলা এলাকায় । ভরসন্ধ্যায় রাস্তাতেই পড়ে রইল দুই যুবকের দেহ । পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রানাঘাটে জোড়া খুন (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম রূপক দাস (38) ও সুমন চক্রবর্তী (40) । পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকালে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ কিন্তু সন্ধ্যা পেড়িয়ে গেলেও বাড়িতে ফেরেননি ৷ সন্ধ্যা 7টা নাগাদ পরিবার খবর পায়, ওই দুই যুবক রাস্তায় পড়ে রয়েছেন ৷ তড়িঘড়ি তাঁদের দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট হাসপাতালে ৷ যদিও চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন ।

পরিবারের প্রাথমিক অনুমান, চক্রান্ত করে ওই দুই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে । নির্বাচন শেষ হওয়ার পর এখনও উত্তপ্ত রানাঘাট । ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ৷ যদিও এখনও কে বা কারা খুন করল, তা অজানা। সুমন চক্রবর্তীর আত্মীয় মেঘনাদ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি । পরিবার সূত্রে জানতে পেরেছি, ও কোনও ফোন পেয়ে বাড়ির বাইরে গাড়ি নিয়ে বেরিয়েছিল ৷ শুনতে পারি আনুলিয়া মোড়ে ওকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details