কলকাতা, 31 অগস্ট:আরজি কর-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার অন্য একটি হাসপাতালে তাণ্ডবের অভিযোগ উঠল ৷ ঘটনাস্থল কাশীপুর থানার অন্তর্গত নর্থ সাবার্বান হাসপাতাল ৷ অভিযোগ, ওই হাসপাতালেরই নিরাপত্তা রক্ষীরা তাণ্ডব চালিয়েছে । মদ্যপ অবস্থায় হাসপাতালের অন-ডিউটি আধিকারিকদের মারধর ও লাথি মেরে দরজা ভেঙে দেওয়া হয়েছে ৷ শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় এই হাসপাতালে তরফ থেকে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তারক্ষী ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে-কে গ্রেফতার করে পুলিশ ।
হাসপাতাল সূত্রে খবর, এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল ৷ মদ্যপ অবস্থায় চিকিৎসকদের মারধর, সুপারকে নিগ্রহ করার অভিযোগ আগেই উঠেছিল তাদের বিরুদ্ধে ৷ ফলে শুক্রবারের ঘটনার পর হাসপাতালের চিকিৎসক থেকে নিরাপত্তারক্ষীরা রীতিমতো আতঙ্কিত ৷ তাঁরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেখানে আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷