পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গা প্রতিমার বিসর্জনের দিন পুকুরে তলিয়ে গেল নাবালক 2 ভাই - BROTHERS DROWNED

বিজয়া দশমীর দিন চিরবিদায় নিল নাবালক দুই ভাই । ছোট ভাইকে জলে ডুবতে দেখে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেও মৃত্যুবরণ করল দাদা ।

Two brothers drowned
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 4:30 PM IST

কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর), 13 অক্টোবর:দুর্গা প্রতিমার বিসর্জনের দিন জলে ডুবে মৃত্যু হল এক‌ই পরিবারের দুই নাবালকের । মৃত দুই ভাইয়ের নাম তন্ময় রায় (15) ও ঈশান রায় (13) । ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পিরোজপুর গ্রামে । বিজয়া দশমীর দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের বাড়ি কুমারগঞ্জের মোল্লাদিঘি এলাকায় । তাদের মা-বাবা দুজনেই মুম্বইয়ে শ্রমিকের কাজ করেন ৷ তাঁদের অনুপস্থিতিতে দুই ভাই পিরোজপুরে দাদুর বাড়িতে একাই থাকত । এ দিন বেলা সাড়ে 11টা নাগাদ দাদুর বাড়ির পাশেই পুকুরে পাড়ার ছোটদের সঙ্গে স্নান করতে নামে ছোট ভাই ঈশান ৷

জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের (ইটিভি ভারত)

প্রথমে জলে তলিয়ে যায় সে । ঈশানকে জলে ডুবতে দেখে দাদা তন্ময় ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করে ৷ জলে ঝাঁপ দেয় সে ৷ এরপর তলিয়ে যায় তন্ময়ও । দুজনের কেউই সাঁতার জানত না বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার পরই বাকিদের চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয় পুকুর পাড়ে ৷ স্থানীয়দের তৎপরতায় দুই ভাইকেই সঙ্গে সঙ্গে জল থেকে উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি । বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।

পুকুরে তলিয়ে গেল দুই ভাই (নিজস্ব ছবি)

মৃতদের প্রতিবেশী বিজন মালি বলেন, "পাড়ার ছেলেরা একসঙ্গে খেলতে গিয়ে পুকুরে স্নান করতে নামে । সেখানেই ছোট ভাইকে ডুবে যেতে দেখে বড় ভাই বাঁচানোর চেষ্টা করে ৷ কিন্তু সেও ডুবে যায় । এরপরে অন্য বাচ্চারা চিৎকার করে এলাকাবাসীদের জানালে তাদের উদ্ধার করা হয় । বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে জানান ।" দেহ দুটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।

কুমারগঞ্জ থানা এলাকার ঘটনা (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details