পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদস্য না-হয়েও কোর কমিটির বৈঠক ডাকবেন, বীরভূমের রাশ কি সেই অনুব্রতর হাতেই

অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে দলের সাংগঠনিক হাল ধরার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন ৷ অনুব্রত এই কমিটির সদস্য নন ৷

Anubrata Mondal
বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

বোলপুর, 30 অক্টোবর:কোর কমিটির সদস্য নন, অথচ কালীপুজোর পর জেলা কমিটির পাশাপাশি কোর কমিটির বৈঠক ডাকবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । মঙ্গলবার বোলপুর উচ্চবিদ্যালয়ের দলের বিজয়া সম্মিলনী থেকে এমনটাই ঘোষণা করলেন তিনি ৷ তবে কি বীরভূম জেলার পূর্ণ রাশ সেই অনুব্রতর হাতেই ? এই নিয়ে উঠছে প্রশ্ন দলের অন্দরে ৷

2 বছর ধরে বীরভূম জেলায় ছিলেন না অনুব্রত মণ্ডল ৷ সেই সময় দলের সাংগঠনিক হাল ধরার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন ৷ এখনও রয়েছে সেই কোর কমিটি ৷ এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ । গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফিরলেও রয়েছে কোর কমিটি ৷ অনুব্রত এই কমিটির সদস্য নন ৷

কোর কমিটির বৈঠক ডাকবেন বলে জানালেন এই তৃণমূল নেতা (ইটিভি ভারত)

এ দিন বোলপুর উচ্চ বিদ্যালয়ের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো যাক, আমি জেলা কমিটির মিটিং ডাকব । কোর কমিটির মিটিং ডাকব । তারপর কলকাতা যেভাবে বলবে সেভাবে চলব ।"

বীরভূমেই এই দাপুটে নেতা আরও বলেন, "কালীপুজো-ছটপুজো হয়ে গেলে বোলপুর পুরসভার কাউন্সিলদের নিয়ে বৈঠক করতে হবে ৷ প্রয়োজনে কিছু পরিবর্তন করতে হবে ৷" অর্থাৎ, কাউন্সিলর-সহ জেলা কমিটিতে রদবদল করতে চলেছেন অনুব্রত মণ্ডল ।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

অন্যদিকে, ইলামবাজারে দলের বিজয়া সম্মীলনী ছিল । সেখানে অনুব্রত মণ্ডলকে বাঘের ছবি দিয়ে বরণ করা হয় ৷ 'টাইগার ইজ ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷

উল্লেখ্য, গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর 24 সেপ্টেম্বর বোলপুরে ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । তিনি ফিরতেই তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । বোলপুরে দলীয় কার্যালয়ে নিয়মিত বসতে শুরু করেছেন তিনি ৷ প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, 2 ঘণ্টা করে দলীয় কার্যালয়ে বসছেন অনুব্রত ৷

ABOUT THE AUTHOR

...view details