বোলপুর, 30 অক্টোবর:কোর কমিটির সদস্য নন, অথচ কালীপুজোর পর জেলা কমিটির পাশাপাশি কোর কমিটির বৈঠক ডাকবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । মঙ্গলবার বোলপুর উচ্চবিদ্যালয়ের দলের বিজয়া সম্মিলনী থেকে এমনটাই ঘোষণা করলেন তিনি ৷ তবে কি বীরভূম জেলার পূর্ণ রাশ সেই অনুব্রতর হাতেই ? এই নিয়ে উঠছে প্রশ্ন দলের অন্দরে ৷
2 বছর ধরে বীরভূম জেলায় ছিলেন না অনুব্রত মণ্ডল ৷ সেই সময় দলের সাংগঠনিক হাল ধরার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন ৷ এখনও রয়েছে সেই কোর কমিটি ৷ এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ । গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফিরলেও রয়েছে কোর কমিটি ৷ অনুব্রত এই কমিটির সদস্য নন ৷
এ দিন বোলপুর উচ্চ বিদ্যালয়ের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো যাক, আমি জেলা কমিটির মিটিং ডাকব । কোর কমিটির মিটিং ডাকব । তারপর কলকাতা যেভাবে বলবে সেভাবে চলব ।"