কলকাতা, 21 ডিসেম্বর: ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন...’ এবার গান নয়, ম্যাগাজিনে তিলোত্তমার জিয়া নস্টাল ৷ বৃদ্ধ হলেও এখন কলকাতার বুকে দু’টো রুটে চলছে ট্রাম । হোক না পুরনো, শহরবাসীর মধ্যে যে ঐতিহ্যের ট্রাম নিয়ে এখনও আবেদন রয়েছে তা আরও একবার প্রমাণিত হল । এই প্রথমবার ট্রাম নিয়ে প্রকাশিত হল একটি পত্রিকা, নাম ‘ট্রাম লাইন’। সম্প্রতি এই পত্রিকার মোড়ক উন্মোচন সংখ্যা প্রকাশিত হয়েছে । এটা স্পষ্ট যে গণ পরিবহণের ক্ষেত্রে প্রশাসনের কাছে ট্রামের প্রাসঙ্গিকতা কমলেও শহরবাসীদের অনেকই ট্রাম নিয়ে আগ্রহী ও উৎসাহী ।
‘সেভ হেরিটেজ, সেভ ট্রাম’ সংগঠনের পক্ষ থেকে এই ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় । মূলত ট্রামের ইতিহাস, তার বিবর্তন এবং ট্রামে বর্তমান পরিস্থিতি এবং প্রাসঙ্গিকতা নিয়ে পত্রিকাটিতে লেখা হয়েছে । এছাড়াও বইটিতে রয়েছে কলকাতা ও শহরবাসীর সঙ্গে ট্রামের স্মৃতিবিজড়িত কিছু সাদা-কালো ছবিও । বইটির মূল্য 190 টাকা । প্রথম সংখ্যায় 34টি প্রবন্ধ থাকলেও পরের সংখ্যাগুলিতে কতগুলি করে লেখা থাকবে তা এখনও স্থির করা হয়নি ।
গত 26 সেপ্টেম্বর জনগণের আহ্বানে শ্যামবাজার ট্রাম ডিপোতে প্রকাশ্য গণ কনভেনশনে মধ্যে দিয়ে ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’-এর আত্মপ্রকাশ ঘটে । তারপর থেকেই এই সংগঠন শহরের অন্যান্য ঐতিহ্য রক্ষার স্বার্থে বিশেষ করে ট্রামকে রক্ষার জন্য কাজ করে চলেছে । এই সংগঠনের দ্বিতীয় গণ কনভেনশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এই পত্রিকাটি ।