পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাম লাইন ! কলকাতার ঐতিহ্যকে বাঁচাতে লেখনীর মাধ্যমে বিপ্লব - KOLKATA TRAM

‘সেভ হেরিটেজ, সেভ ট্রাম’ সংগঠনের পক্ষ থেকে ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়।

Tram Line First Magazine Dedicated to Kolkata Tram
কলকাতার ঐতিহ্যকে বাঁচাতে লেখনীর মাধ্যমে বিপ্লব (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2024, 7:58 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন...’ এবার গান নয়, ম্যাগাজিনে তিলোত্তমার জিয়া নস্টাল ৷ বৃদ্ধ হলেও এখন কলকাতার বুকে দু’টো রুটে চলছে ট্রাম । হোক না পুরনো, শহরবাসীর মধ্যে যে ঐতিহ্যের ট্রাম নিয়ে এখনও আবেদন রয়েছে তা আরও একবার প্রমাণিত হল । এই প্রথমবার ট্রাম নিয়ে প্রকাশিত হল একটি পত্রিকা, নাম ‘ট্রাম লাইন’। সম্প্রতি এই পত্রিকার মোড়ক উন্মোচন সংখ্যা প্রকাশিত হয়েছে । এটা স্পষ্ট যে গণ পরিবহণের ক্ষেত্রে প্রশাসনের কাছে ট্রামের প্রাসঙ্গিকতা কমলেও শহরবাসীদের অনেকই ট্রাম নিয়ে আগ্রহী ও উৎসাহী ।

‘সেভ হেরিটেজ, সেভ ট্রাম’ সংগঠনের পক্ষ থেকে এই ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় । মূলত ট্রামের ইতিহাস, তার বিবর্তন এবং ট্রামে বর্তমান পরিস্থিতি এবং প্রাসঙ্গিকতা নিয়ে পত্রিকাটিতে লেখা হয়েছে । এছাড়াও বইটিতে রয়েছে কলকাতা ও শহরবাসীর সঙ্গে ট্রামের স্মৃতিবিজড়িত কিছু সাদা-কালো ছবিও । বইটির মূল্য 190 টাকা । প্রথম সংখ্যায় 34টি প্রবন্ধ থাকলেও পরের সংখ্যাগুলিতে কতগুলি করে লেখা থাকবে তা এখনও স্থির করা হয়নি ।

কলকাতার ট্রাম বাঁচাতে লেখনীর মাধ্যমে বিপ্লব (ইটিভি ভারত)

গত 26 সেপ্টেম্বর জনগণের আহ্বানে শ্যামবাজার ট্রাম ডিপোতে প্রকাশ্য গণ কনভেনশনে মধ্যে দিয়ে ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’-এর আত্মপ্রকাশ ঘটে । তারপর থেকেই এই সংগঠন শহরের অন্যান্য ঐতিহ্য রক্ষার স্বার্থে বিশেষ করে ট্রামকে রক্ষার জন্য কাজ করে চলেছে । এই সংগঠনের দ্বিতীয় গণ কনভেনশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এই পত্রিকাটি ।

সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কৌশিক দাস জানিয়েছেন, দ্বিতীয় গণ কনভেনশনে ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ডঃ দেবাশিস ভট্টাচার্য ও বেঙ্গল বাসোপিডিয়ার পক্ষ থেকে সৌভিক মুখোপাধ্যায়-সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন । এছাড়াও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে গণ মতামত নেওয়া হয়েছে । এর থেকে শহরের মানুষ কি চান তার একটা ধারণা পাওয়া গিয়েছে ৷ এতে যে উপকার হয়েছে সেটি হল এইসব মতামতের ভিত্তিতেই গণ কনভেনশন সাজানো হয়েছে এবং পরিচালনা করা হয়েছে । বইটির দাম 190 টাকা ধার্য করা হলেও এর ওপরে রয়েছে ডিসকাউন্ট ৷ বইটি পেতে হলে সমাজমাধ্যমে ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’ পেজটির মাধ্যমে যোগাযোগ করতে হবে ।

তিনি বলেন, ‘‘এই গণ কনভেনশনেই সংগঠনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়েছে । আগামী বছরের শুরুতেই তিনদিনব্যাপী ট্রান্সপোর্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হবে । কলেজ স্কোয়ারে এই ফেস্টিভ্যাল আয়োজন করা হবে । এছাড়াও মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ট্রাম বাঁচানোর স্বার্থে ডেপুটেশন দেওয়া হবে ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details