দার্জিলিং, 12 মে:পৃর্বাভাস আগেই মিলেছিল হাওয়া অফিসের তরফে ৷ এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গে বর্ষণধারা অব্যাহত ৷ তার জেরে বিপর্যস্ত জনজীবন ৷ অথচ তার আগে তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে এই বৃষ্টি প্রাণ জুড়িয়েছিল ৷ গতকাল, শনিবার সন্ধ্যা থেকে রাতে ঝমঝমিয়ে হয়ে চলেছে বৃষ্টি ৷ থামার লক্ষণমাত্র নেই ৷ আজ, রবিবারও ছবিটা একই রয়েছে ৷ সকাল থেকে পাহাড়ের আকাশে মেঘের ঘনঘটা ৷ বৃষ্টি হয়ে চলেছে অনবরত ৷ গ্রীষ্মেই যেন পাহাড়ে 'বর্ষা' দেখা দিয়েছে ৷ রাস্তাঘাটে জল জমেছে ৷ টয়ট্রেনের রেলট্র্যাক বৃষ্টির জলে ভরে গিয়েছে ৷
বৃষ্টির জন্য কুয়াশায় ঢেকেছে পাহাড় ৷ প্রবল বৃষ্টি হয়ে চলেছে শিলিগুড়িতে ৷ যার ফলে ব্যাহত হল শহরের নগরজীবন ৷ মনে করাল নববর্ষের সন্ধ্যা-রাতের কথা। গতকাল রাতে বৃষ্টি হয়েছে পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। শিলিগুড়িতে শনি সন্ধ্যায় প্রথমে কয়েকফোঁটা দিয়ে শুরু হলেও পরে তা মুষলধারে শুরু হয় ৷ আচমকা প্রবল 'বর্ষণে' বৃষ্টিতে স্বাভাবিকভাবে বিপাকে পড়েন সাধারণ মানুষ। রাতে এতটাই বৃষ্টি হয় যে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল হাওয়াও। যা আরও সমস্যা ডেকে আনে।