কলকাতা, 26 মার্চ: দোলের দিন বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা । সোমবার সারাটা দিন রংয়ের উৎসবে মাতোয়ারা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৃষ্টি । যদিও তাতে বাড়তে থাকা গরমে রাশ পড়েছে । দুই 24 পরগনা, নদিয়া, কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । অসমের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে । সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনও জায়গার বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল। এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । এখনও নিচুস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রয়েছে ।