পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুষ্ক আবহাওয়ায় ত্বকে টান পড়ার সম্ভাবনা, লক্ষ্মীবারে আকাশ পরিষ্কার-ই - West Bengal Weather Report

WB Weather Update: মার্চের শুরু থেকেই সূয্যিমামা জানান দিচ্ছে গ্রীষ্মের ইনিংস দমদার হতে চলেছে ৷ বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 6:59 AM IST

কলকাতা, 7 মার্চ: না শীত না গরম, অদ্ভূত এক আবহাওয়া এখন বিরাজ করছে বঙ্গে ৷ ফ্যান না-চললে একটা অস্বস্তি বোধ হচ্ছে। আবার ফ্যান চালালেও ভোরের দিকে গায়ে হালকা চাদর দিতে হচ্ছে । ভোরের বাতাসে হালকা ঠান্ডার আমেজ। অন্যদিকে ভোর পেরিয়ে বেলা গড়ালে আবার রোদের তাপ বাড়ছে। গায়ে-কপালে ঘাম জমছে । এদিকে আবার চামড়ায় শুষ্কতার টানও পড়ছে। সবমিলিয়ে মিশ্র আবহাওয়া বঙ্গজুড়ে ।

সকালে কোকিলের ডাক শুনে বসন্ত মনে হলেও বেলা গড়ালে গরমের অস্বস্তিতে পড়তে হচ্ছে । মার্চের শুরুতেই রোদের তাপে গ্রীষ্মের অনুভূতি । তাপমাত্রার খামখেয়ালির মধ্যে আলিপুর আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী চারদিন এই শুষ্ক আবহাওয়া চলবে । সঙ্গে পারদ চড়বে । দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দিন এবং রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। দার্জিলিংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতাতেও তাপমাত্রা যথেষ্ট উপরের দিকে। এখন থেকেই গরম অনুভূত হচ্ছে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ।

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84 শতাংশ । আজ বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 20 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন :

  1. লক্ষ্মীবারে চাকরি থেকে ব্যবসা-সবক্ষেত্রে দেবীর আশীর্বাদ ধন্য হবেন কারা, জানুন রাশিফলে
  2. দাদার কীর্তি! বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে 'ঈশ্বরের দূত' হয়ে উঠলেন পবন
  3. পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নবদম্পতি-সহ মৃত একই পরিবারের 5

ABOUT THE AUTHOR

...view details