কলকাতা, 21 জানুয়ারি:আংশিক মেঘলা আকাশে কনকনে ঠান্ডায় আজ দিন শুরু হবে ৷ তবে কুয়াশার দাপটও থাকবে ৷ এর ফলে দৃশ্যমানতা বেশ কমে যাচ্ছে ৷ যা প্রভাব ফেলছে সড়ক এবং রেলপথের যান চলাচলে । কলকাতার ময়দান অঞ্চলে এখন 23 জানুয়ারি এবং 26 জানুয়ারির প্রস্তুতি । সেনাবাহিনীর মহড়া কুয়াশা ভরা সকালে অন্যমাত্রা যোগ করেছে ।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ও বাঁকুড়ায় আজ রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মোটের উপর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে । তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন আগামী চারদিনে নেই । বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ৷ রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে ৷ তবে পারদ পতন অব্যাহত থাকবে ৷ তাপমাত্রা এখনও 15 ডিগ্রির নিচে ঘোরাফেরা করবে । ফলে শীতের আমেজ যথেষ্ট অনুভূত হবে ।