পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠান্ডার আমেজে কাটবে ছুটির দিন, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস - Weather Forecast

WB Weather Update: দক্ষিণবঙ্গের কিছু জেলা শুষ্ক থাকবে ও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 1:34 PM IST

কলকাতা, 21 জানুয়ারি:আংশিক মেঘলা আকাশে কনকনে ঠান্ডায় আজ দিন শুরু হবে ৷ তবে কুয়াশার দাপটও থাকবে ৷ এর ফলে দৃশ্যমানতা বেশ কমে যাচ্ছে ৷ যা প্রভাব ফেলছে সড়ক এবং রেলপথের যান চলাচলে । কলকাতার ময়দান অঞ্চলে এখন 23 জানুয়ারি এবং 26 জানুয়ারির প্রস্তুতি । সেনাবাহিনীর মহড়া কুয়াশা ভরা সকালে অন্যমাত্রা যোগ করেছে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ও বাঁকুড়ায় আজ রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মোটের উপর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে । তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন আগামী চারদিনে নেই । বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ৷ রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে ৷ তবে পারদ পতন অব্যাহত থাকবে ৷ তাপমাত্রা এখনও 15 ডিগ্রির নিচে ঘোরাফেরা করবে । ফলে শীতের আমেজ যথেষ্ট অনুভূত হবে ।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ ।

আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 ও 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. বিষণ্ণ ও মনমরা বোধ মিথুনের, পারিবারিক সমস্যায় মীন; বাকিদের ভগ্যে কী আছে জানুন রাশিফলে
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  3. রামমন্দির উদ্বোধন নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস

ABOUT THE AUTHOR

...view details