ঘাটাল, 17 এপ্রিল: ভোটের প্রচারের মাঝে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন ঘাটালের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী ৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ ওই আসনে বিজেপির প্রার্থী হিরণ বলেন, ‘‘এঁরা রাজনীতির জন্য ধর্মের পরিবর্তন করেন ৷’’
বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশপাতা এলাকায় রামমন্দির পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন দেব ৷ তার পর প্রচার শুরু করেন তিনি ৷ অন্যদিকে ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ড এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগদেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ৷
তার পর তিনি দেবের রামনবমী পালন নিয়ে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, ‘‘এরা কোনও ধর্মের না । এরা রাজনীতির জন্য ধর্ম পরিবর্তন করে । আমি একজন হিন্দু৷ আমি লজ্জিত ৷ আমি রাজনীতির জন্য আমার ধর্মকে বিক্রি করতে পারবো না ।’’ এমনকী দেব ফাটা জিন্স পরে ঈদ পালনও করেছিলেন বলে অভিযোগ করেন হিরণ ৷ তাঁর প্রশ্ন, এমন পোশাক পরে কি কোনও ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যায় ? তিনি বলেন, ‘‘আমাদের পুজো পার্বণে এরকম ফাটা জিন্স পরে আসবে, আমি তো কখনও অনুমতি দেব না ।’’
রামনবমীর মিছিলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্যায়৷ পাশাপাশি তিনি সন্দেশখালি নিয়েও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসকে ৷ শাহজাহানদের বিরুদ্ধে সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে, সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কেন সেখানে যাননি, সেই প্রশ্নও তোলেন হিরণ ৷ এই প্রসঙ্গে তিনি দেবকেও কটাক্ষ করেন ৷ প্রশ্ন তোলেন, দেব কেন সন্দেশখালিতে যাননি ? কেন এই নিয়ে কোনও মন্তব্য করেননি ৷
রামনবমীর মিছিলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্যায়৷ যদিও হিরণের কটাক্ষের জবাব দিতে চাননি দেব ৷ এ দিন তাঁকে প্রশ্ন করা হয় যে হিরণের অভিযোগ ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল ৷ যা শুনে হাসতে থাকেন দেব ৷ সেই হাসির মাঝে একবার প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘সত্যি !’’ কিছুক্ষণ পর সাংবাদিকদেরই ঘুরিয়ে প্রশ্ন করেন, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল !’’ কিছুটা থেমে হাসি মুখে বলেন, ‘‘জয় শ্রীরাম ৷’’
আরও পড়ুন:
- দেবের মুখে 'জয় শ্রীরাম', নির্বাচনের আগে ভোটবাক্সে রামই ভরসা?
- দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব
- শিয়রে ভোট, কথা রাখেননি সাংসদ দেব; ঘাটালে সেতুর স্বপ্ন অধরা গ্রামবাসীদের