কলকাতা, 10 মার্চ: ঐতিহাসিক ব্রিগেড ময়দানে লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের জনগর্জন সভা । সেদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী । তবে সেদিন যে সিঙ্গুর ছিল গোটা দেশ তথা রাজ্য রাজনীতির আলোচনা ও পট পরিবর্তনের কেন্দ্রবিন্দু সেই সিঙ্গুরকে আজ ব্রিগেডে অনেক পিছনের সারিতে দেখা গেল । ব্রিগেডের মাঠের শেষ প্রান্তে গাছতলায় দাঁড়িয়ে সভার বক্তব্য শুনলেন সিঙ্গুর থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা ৷
কারখানা 90 শতাংশ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তালাবন্ধ করে রাজ্য ছাড়তে হয়েছিল টাটাগোষ্ঠীকে । তৎকালীন শাসক দল বামেরা সিঙ্গুর শ্মশান হয়েছে বলে দাবি করে তৃণমূলকে শিল্পতারুয়া বলে অভিযোগ করেছিল । তবে পরবর্তী সময় সিঙ্গুরের ভোট বুঝিয়েছে তৃণমূলের সঙ্গেই আছেন তাঁরা । মসনদে বসার পর সমস্ত সভায় সিঙ্গুরের স্থান ছিল সামনের সারিতে । সময়ের সঙ্গে উত্থানপতন সিঙ্গুর এখন আর আলোচনায় নেই । মঞ্চেও ডাক পড়ে না । কিন্তু দিদি অর্থাৎ সেদিনের বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রীর প্রতি সেখানকার কর্মীদের আস্থা ও বিশ্বাস একফোঁটাও কমেনি ।