দাঁতন, 30 এপ্রিল: প্রচারে বেরিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । মঙ্গলবার দাঁতনের কুসুমি এলাকায় হুডখোলা গাড়িতে প্রচারে বেরনোর সময় তাঁকে দেখে তৃণমূল কর্মীরা ঝান্ডা হাতে বিক্ষোভ দেখান । অনেকে অগ্নিমিত্রা পলকে দেখে কালো জামা নেড়ে গো ব্যাক স্লোগান দেন । যদিও এ ঘটনায় পালটা বিজেপি কর্মী-সমর্থকরাও স্লোগান দেন ।
সূচি অনুযায়ী, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল । দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে বেরোতেই বিপত্তি ৷ তাঁর ব়্যালি যাওয়ার সময় দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা । রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা ও কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন মহিলা স্লোগান দিচ্ছিলেন । কয়েকজন কালো জামা খুলে তা উড়িয়ে গো ব্যাক স্লোগান দেন । যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান । এই ঘটনায় পালটা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে থাকেন । যা নিয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় ।