পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিতে রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সমাবেশ তৃণমূলের - TMC MEGA RALLY OVER WAQF

আগামী 30 নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ জানালেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন ৷

ETV BHARAT
30 নভেম্বর রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সমাবেশ তৃণমূলের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 4:28 PM IST

কলকাতা, 25 নভেম্বর: ওয়াকফ নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি । চলতি শীতকালীন অধিবেশনে এই ওয়াকফকে কেন্দ্র করে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজ্য সরকারের তরফ থেকে ওয়াকফ নিয়ে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশনে একটি রেজোলিউশন এনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করা হতে পারে বলে এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে খবর । আর এই অবস্থায় এবার এই নিয়েই ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস । আগামী 30 নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করতে চলেছে রাজ্যের শাসকদল ৷

ওয়াকফ নিয়ে দলের সংখ্যালঘু সেলকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই এই বিষয় নিয়ে কর্মসূচি নিয়েছে সংখ্যালঘু সেল । জানা গিয়েছে, 30 নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করবে তৃণমূল । যেখানে প্রধান বক্তা হতে চলেছেন ওয়াকফ নিয়ে সংসদে যৌথ সংসদীয় কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সোমবার বিধানসভায় এই সম্মেলনের কথা জানিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন । তিনি জানান, ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দল ৷

এদিকে, এদিন বিধানসভার বাইরে রাজ্যের শাসকদলের তরফ থেকে আনা ওয়াকফ নিয়ে রেজোলিউশনের সমালোচনা করেছেন আসানসলের বিধায়ক অগ্নিমিত্রা পাল । এদিন তিনি বলেন, "সব সময় এই রাজ্যে দেখা গিয়েছে শাসকদল কেন্দ্রের উলটো পথে চলছে । কেন্দ্র ন্যায় সংহিতা বিল পাশ করার পরও এরা বিধানসভায় অপরিজিতা বিল পাশ করিয়েছিল । এবার ওয়াকফের বিরোধিতা করে রেজোলিউশন আনছে । তাঁর দাবি, এক্ষেত্রেও এই প্রস্তাব বা বিল যাই আনুক রাজ্যের শাসকদল, তার পরিণতি অপরাজিতা বিলের মতোই হবে ।"

তৃণমূল কংগ্রেস সূত্রে আরও জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নৈহাটি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নৈহাটিতে উপ-নির্বাচনে জয়ের পর তাঁর সেখানে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মূলত এই সফরের কারণ নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া হলেও, তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য নৈহাটিবাসীকে ধন্যবাদ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details