কলকাতা, 25 নভেম্বর: ওয়াকফ নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি । চলতি শীতকালীন অধিবেশনে এই ওয়াকফকে কেন্দ্র করে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজ্য সরকারের তরফ থেকে ওয়াকফ নিয়ে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশনে একটি রেজোলিউশন এনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করা হতে পারে বলে এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে খবর । আর এই অবস্থায় এবার এই নিয়েই ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস । আগামী 30 নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করতে চলেছে রাজ্যের শাসকদল ৷
ওয়াকফ নিয়ে দলের সংখ্যালঘু সেলকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই এই বিষয় নিয়ে কর্মসূচি নিয়েছে সংখ্যালঘু সেল । জানা গিয়েছে, 30 নভেম্বর রানি রাসমণি রোডে ওয়াকফ নিয়ে মেগা সম্মেলন করবে তৃণমূল । যেখানে প্রধান বক্তা হতে চলেছেন ওয়াকফ নিয়ে সংসদে যৌথ সংসদীয় কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সোমবার বিধানসভায় এই সম্মেলনের কথা জানিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন । তিনি জানান, ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দল ৷