নয়াদিল্লি, 3 মার্চ: ভিডিয়োর পোস্টারে বাংলার মেয়েদের উদ্দেশে লেখা 'বঙ্গাল ওয়ালি মাল' ৷ আর তাতে রয়েছে পবন সিংয়ের নাম ও ছবি ৷ এভাবেই পশ্চিমবঙ্গের মহিলাদের বস্তুর সঙ্গে তুলনা করে অসম্মান করা হয়েছে ৷ তাও আবার আসানসোলের বিজেপি প্রার্থীর জনপ্রিয় সব মিউজিক ভিডিয়োর পোস্টারে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োগুলোর দর্শক ও শ্রোতার সংখ্যাও নেহাত কম নয় ৷ এই ভিডিয়োর পোস্টারটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ ৷
সাগরিকা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে নারী শক্তির কথা জোর গলায় বললেন ৷ এর ঠিক পরের দিনই ভারতীয় জনতা পার্টি আসানসোল থেকে এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করল, যাঁর ভিডিয়োয় বাঙালি মহিলাদের 'বেঙ্গল ওয়ালি মাল' বলে উল্লেখ করা হয়েছে ৷ এটাই বিজেপির নারী শক্তির স্টাইল ৷"
শনিবার বিজেপি লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ সেখানে এই ভোজপুরি গায়ক-নায়ক পবন সিংকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ এর মধ্যে শুক্র-শনি দু'দিনের বঙ্গ সফরে এসে 'নারী শক্তি'র জয়গান গেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অথচ তাঁরই নেতৃত্বে গঠিত শীর্ষ কমিটি পবন সিংকে প্রার্থী ঘোষণা করেছে ৷