পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার

Sagarika Ghose on BJP Candidate Pawan Singh: আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিংয়ের গাওয়া ও অভিনীত ভিডিয়োর পোস্টারে মহিলাদের 'মাল' বলে উল্লেখ করা হয়েছে ৷ সেই পোস্টার সামনে আনলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ৷

ETV Bharat
সাগরিকা ঘোষ ও পবন সিং

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 10:52 AM IST

Updated : Mar 3, 2024, 11:33 AM IST

নয়াদিল্লি, 3 মার্চ: ভিডিয়োর পোস্টারে বাংলার মেয়েদের উদ্দেশে লেখা 'বঙ্গাল ওয়ালি মাল' ৷ আর তাতে রয়েছে পবন সিংয়ের নাম ও ছবি ৷ এভাবেই পশ্চিমবঙ্গের মহিলাদের বস্তুর সঙ্গে তুলনা করে অসম্মান করা হয়েছে ৷ তাও আবার আসানসোলের বিজেপি প্রার্থীর জনপ্রিয় সব মিউজিক ভিডিয়োর পোস্টারে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োগুলোর দর্শক ও শ্রোতার সংখ্যাও নেহাত কম নয় ৷ এই ভিডিয়োর পোস্টারটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ ৷

সাগরিকা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে নারী শক্তির কথা জোর গলায় বললেন ৷ এর ঠিক পরের দিনই ভারতীয় জনতা পার্টি আসানসোল থেকে এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করল, যাঁর ভিডিয়োয় বাঙালি মহিলাদের 'বেঙ্গল ওয়ালি মাল' বলে উল্লেখ করা হয়েছে ৷ এটাই বিজেপির নারী শক্তির স্টাইল ৷"

শনিবার বিজেপি লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ সেখানে এই ভোজপুরি গায়ক-নায়ক পবন সিংকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ এর মধ্যে শুক্র-শনি দু'দিনের বঙ্গ সফরে এসে 'নারী শক্তি'র জয়গান গেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অথচ তাঁরই নেতৃত্বে গঠিত শীর্ষ কমিটি পবন সিংকে প্রার্থী ঘোষণা করেছে ৷

তৃণমূলের রাজ্যসভায় মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ তিনি পবন সিংয়ের চারটি এরকম ভিডিয়োর পোস্টার দিয়েছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ এছাড়াও তিনি বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োর ক্লিপিংও পোস্ট করেন ৷ সেখানে বাঙালি মহিলাদের অসম্মান করে ভোজপুরী ভাষায় গান গাওয়া হয়েছে ৷

সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ তাঁর শাগরেদদের বিরুদ্ধে ৷ যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম ৷ 55 দিন পলাতক থাকার পর সম্প্রতি গ্রেফতারও হয়েছেন শাহজাহান ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 1 ও 2 মার্চ পশ্চিমবঙ্গে এসে দু'টি জনসভা থেকেই মহিলাদের নির্যাতনের অভিযোগ নিয়ে সরব হন ৷ তিনি সন্দেশখালির মহিলাদের 'দুর্গাবাহিনী' বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন:

  1. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন
  2. 19-র ছায়ায় 24! বারাণসীতেই মোদি-গান্ধিনগরে শাহ, প্রার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
  3. বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ
Last Updated : Mar 3, 2024, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details