মেদিনীপুর, 12 জানুয়ারি: প্রসূতি মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা নিয়ে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । এই অবস্থায় রবিবার হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া । যদি বিষয়টি নিয়ে তিনি বেশি কিছু মন্তব্য করতে চাননি ৷ শুধু জানিয়েছেন, বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন ৷
মেদিনীপুর হাসপাতালের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে 13 জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যারা গত শনিবার হাসপাতালে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে সেই সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন । রবিবার অসুস্থ প্রসূতিদের খোঁজ খবর নিয়ে তিনি বলেন,"অসুস্থ প্রসূতিদের চিকিৎসা চলছে । তবে এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম পাঠিয়েছিলেন । সেই টিমের রিপোর্ট দেখে তিনি কড়া অ্যাকশন নেবেন ৷ তা দু-একদিনের মধ্যেই সাংবাদিকদের প্রেসমিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।"