ব্যারাকপুর, 21 অক্টোবর: আরজি কর ইস্যুতে এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনের নেপথ্যে সিপিএমের উস্কানি রয়েছে বলেও মনে করেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক। তিনি সোমবার বলেন, "থ্রেট কালচারের নামে দেশের গণতন্ত্রকেই থ্রেট দিচ্ছেন ওঁরা। গরিব মানুষ হাসপাতালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাবে না। এটা কোনও ধরনের আন্দোলন? অথচ সিনিয়র ডাক্তাররা আরামে প্রাকটিস করে চলেছেন!"
সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। দলীয় প্রার্থীর সেই মনোনয়ন পেশে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক-সহ দলের একঝাঁক বিধায়ক। এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি এবং বামেরাও প্রার্থী ঘোষণা করেছে।
নির্মল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা (ইটিভি ভারত) এদিকে, আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, "রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না গরিব মানুষ। বিচারের দাবি এখন পিছনের সারিতে চলে গিয়েছে। ওঁরা শুধু থ্রেট কালচার আর থ্রেট কালচার বলছেন। আদতে এসবের নামে ওঁরাই দেশের গণতন্ত্রকে থ্রেট করছেন।"
সাংসদ পার্থ ভৌমিক-সহ দলের একঝাঁক বিধায়ক (নিজস্ব ছবি) তৃণমূল বিধায়কের আরও সংযোজন, "বিচার চাইছেন ঠিকই, কিন্তু গরিব মানুষ হাসপাতালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাবেন না! এটা আবার কোন ধরনের আন্দোলন? জুনিয়র ডাক্তারদের অনেকেই রোগী দেখতে আসছেন 10 ঘণ্টা পরে। আর সিনিয়র ডাক্তাররা আরামে প্র্যাকটিস করে চলেছেন। এতে বেসরকারি হাসপাতালগুলোর রমরমা বাড়ছে। ফুলেফেঁপে উঠছেন একশ্রেণির বেসরকারি হাসপাতালের মালিকরা।"
প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে (নিজস্ব ছবি)
অন্যদিকে, আরজি কর ইস্যুর কোনও প্রভাবই রাজ্যের 6 বিধানসভা উপনির্বাচনে পড়বে না বলে মত পোষণ করেছেন পানিহাটির এই তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, ছ'টি আসনের সবকটিতেই রেকর্ড মার্জিনে জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা।" অন্যদিকে, বিধায়ক নির্মল ঘোষের সুরে সুর মিলিয়ে সাংসদ পার্থ ভৌমিকও দাবি করেছেন, "জেলার দু'টি বিধানসভার উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা।"