পশ্চিমবঙ্গ

west bengal

বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, জখম অর্জুন সিং; হত্যার চক্রান্ত ! - Attack on Arjun Singh House

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংয়ের ৷ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এবং তাঁর দলবলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Published : 4 hours ago

Updated : 3 hours ago

ATTACK ON ARJUN SINGH HOUSE
অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলির অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

ভাটপাড়া, 4 অক্টোবর: ফের উত্তপ্ত ভাটপাড়া ৷ শুক্রবার সাতসকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চলল বোমা-গুলি ৷ অভিযোগ, বোমার স্প্রিন্টারের আঘাতে জখম হয়েছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ অর্জুনের দাবি, শুধু বোমা-গুলি নয় ৷ যথেচ্ছ ইট-পাটকেলও ছোড়া হয়েছে তাঁর বাড়ি এবং ছেলে বিধায়ক পবন সিংয়ের অফিস লক্ষ্য করে ৷ গোটা ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷

অর্জুন সিং অভিযোগ করেছেন, "এই হামলার নেপথ্যে রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং ও তাঁর দলবল ৷ আমাকে হত‍্যার উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷" যদিও, হামলার অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনার জন্য ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে-ই দায়ী করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম ৷

অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

সূত্রের খবর, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ একদল দুষ্কৃতী জড়ো হয় অর্জুন সিংয়ের বাড়ির সামনে ৷ প্রাক্তন সাংসদের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ ৷ পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও, তাতে বিশেষ কোনও লাভ হয়নি ৷ উলটে পুলিশের উপরেই হম্বিতম্বি করতে শুরু করে হামলাকারীরা ৷ সেইসময় অর্জুন সিং বাড়ির বাইরে বেরিয়ে এলে, দুষ্কৃতীরা বোমা-গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে ৷ অর্জুন সিং অভিযোগ করেছেন, সেই বোমার স্প্রিন্টার ছিটকে তাঁর পায়ে লাগে ৷ তাতেই তিনি জখম হন ৷

এই ঘটনায় অর্জুনের এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে খবর ৷ অর্জুন সিং ঘটনার বেশকিছু ভিডিয়ো সংবাদমাধ্যমকে দিয়েছেন (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ সেখানে একাধিক লোকজনকে ইট ছুড়তে দেখা গিয়েছে ৷ হামলাকারীদের মধ্যে একজন মহিলাও ছিলেন ৷ তাঁকে বিশাল চাঁই নিয়ে তেড়ে যেতে দেখা যায় ৷ জানা গিয়েছে, হামলাকারীদের একজনকে স্থানীয়রা ধরে ফেলেন ৷ এরপর তাঁকে মারধরও করা হয় ৷ খবর পেয়ে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা থমথমে রয়েছে ৷

এই হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, "পুলিশ ও তৃণমূলের মিলিত যোগসাজশেই এই হামলা হয়েছে ৷ ওঁদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা ৷ আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ছাড় দেওয়া হয়নি ৷ পুলিশ, সিসিটিভি দিয়ে কী লাভ ? এতকিছু থাকার পরেও তো বোমা-গুলি নিয়ে হামলা চলল ৷ ইটবৃষ্টি করা হল ৷ নমিত সিং নামে একজন আছে, যে এনআইএ-র খাতায় আসামি ৷ সে-ই দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা চালিয়েছে ৷ দলকে জানিয়ে কী হবে ? তৃণমূলের বিরুদ্ধে আমাদেরই লড়তে হবে ৷ অমিত শাহকে গোটা ঘটনা জানাব ৷"

যদিও, অর্জুনের অভিযোগকে গুরুত্ব দিতে চাননি তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম ৷ তাঁর কথায়, "পুরোটাই নাটক ৷ প্রচারের আলোয় থাকতে এই ধরনের অভিযোগ করা হচ্ছে ৷ আসলে নিজেই গুলি চালিয়ে দোষ ঢাকতে, এখন তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছেন অর্জুন সিং ৷ ওঁর উদ্দেশ্যই হল কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূলকে ব্যতিব্যস্ত করা ৷ আমাদের পিছনে এনআইএ, ইডি, সিবিআইকে লাগিয়ে দেওয়াই উদ্দেশ্য ৷ এগুলো আমরা কোনওভাবেই মেনে নেব না ৷"

ভাটপাড়া বিধানসভা এলাকায় বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি নতুন কিছু নয় ! বিশেষ করে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর থেকে মেঘনা মোড়ে তাঁর বাড়ির সামনে দুষ্কৃতী দৌরাত্ম্য ইদানিং বেড়েছে বলে অভিযোগ ৷ এর জন্য রাজ‍্যের শাসকদলকে বরাবরই দায়ী করে এসেছেন প্রাক্তন সাংসদ ৷ সম্প্রতি, বিজেপির ডাকা বনধের দিনেও উত্তেজনা ছড়িয়েছিল অর্জুনের ভাটপাড়ার বাড়ির সামনে ৷

সেদিন কার্যত উভয়পক্ষকেই দেখা গিয়েছিল সন্মুখসমরে ৷ অর্জুন সিং এবং সোমনাথ শ‍্যামের অনুগামীরাও জড়িয়ে পড়েছিলেন ধস্তাধস্তিতে ৷ যা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল পুলিশকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের ভাটপাড়ায় অর্জুনের বাড়ির সামনে দুষ্কৃতী-তাণ্ডবের অভিযোগ উঠল ৷

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details