পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশকে অনুদান দিলেও বাংলাকে বঞ্চনা করে কেন্দ্র, অভিযোগ কুণালের - KUNAL GHOSH

আ্বারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। কুণালের দাবি, কেন্দ্রীয় সরকার বাংলাদেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করলেও বাংলাকে বঞ্চনা করে।

-kunal-ghosh
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2025, 10:46 PM IST

Updated : Feb 3, 2025, 11:01 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রাজ্যকে বঞ্চনা করার অভিযোগে আরও একবার কেন্দ্রকে দুষল তৃণমূল। এবার শাসক দলের দাবি, বাংলাদেশের প্রতি দায়িত্ব পালন করলেও কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে। এক সাংবাদিক সম্মেলন থেকে সোমবার তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক অতীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট-বড় প্রায় সব নেতাই একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। এবারের কেন্দ্রীয় বাজেটেও বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা সেভাবে পূরণ হয়নি বলে মনে করে তৃণমূল। ইতিমধ্যেই তা নিয়ে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

কুণালের সাংবাদিক সম্মেলন (ইটিভি ভারত)

কুণাল বলেন, "কেন্দ্রীয় সরকারের কিছু আন্তর্জাতিক বিষয় থাকে তা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না । কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পায়। সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কেন্দ্র কোথায় তাদের আন্তর্জাতিক কর্তব্য পালন করবে সেটা আলাদা বিষয়। তবে সকলের জেনে রাখা ভালো, এপার বাংলাকে টাকা দিচ্ছে না কিন্তু ওপার বাংলাকে দিচ্ছে ।"

তিনি আরও বলেন, "আমরা কাউকে টাকা দিতে বারণ করছি না। কিন্তু বাংলার মানুষের এটা জেনে রাখা দরকার কেন্দ্র আমাদের রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে গেলেও বাংলাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে । একশো দিনের টাকা, আবাসের টাকা থেকে শুরু করে বিভিন্ন খাতে বাংলার প্রাপ্য 1 লক্ষ 70 হাজার কোটি টাকা । ওপার বাংলাকে টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা আপত্তি করার কেউ নই! তবে বাংলার মানুষ এটা জেনে রাখবেন কেন্দ্র ওপার বাংলাকে টাকা দিলেও পশ্চিমবঙ্গের প্রতি দায়িত্ব পালন করছে না ।

  • বাংলাকে বঞ্চিত করে বিহারের নির্বাচনমুখী বাজেট, কটাক্ষ অভিষেকের
Last Updated : Feb 3, 2025, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details