পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ দলের - TMC Leader Died - TMC LEADER DIED

TMC Leader Died: পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে উত্তেজনা ৷ মৃত প্রতুল মাহাতো পুরুলিয়ার জেলা পরিষদের সদস্য ছিলেন ৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের নেতাকে খুন করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 10:01 AM IST

Updated : Apr 29, 2024, 1:31 PM IST

পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

পুরুলিয়া, 29 এপ্রিল:নির্বাচন আবহে পুরুলিয়ায় মৃত্যু তৃণমূল নেতার ৷ ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি ৷ মৃতের নাম প্রতুল মাহাতো ৷ রবিবার পুরুলিয়ার বরাবাজার ব্লকের কাশবহাল এলাকার ঘটনা । তৃণমূল নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশাও তৈরি হয়েছে । একসময়ের মাও উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত ছিল পুরুলিয়ার অঞ্চল ৷ যদিও এখন পরিস্থিতি অনেকটাই আলদা ৷ তবে ভোটের আগে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ দলের অভিযোগ, তাদের নেতা প্রতুল মাহাতোকে খুন করা হয়েছে ৷

জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতা প্রতুল মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ৷ এদিন স্থানীয় বরাবাজার থেকে ওষুধ কিনে বেড়াদা গ্রামে ফিরছিলেন তিনি । সেই সময়ে ঝাড়খণ্ডের একটি গাড়ি তাঁর গাড়িকে ওভারটেক করে। অভিযোগ, এরপরই ওই গাড়ি থেকে 4 জন যুবক বেরিয়ে আসেন। তাদের সঙ্গে গাড়ি ওভারটেকিং নিয়ে বচসা শুরু হয় ৷ ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয় ৷ প্রতুলবাবুর উপর চড়াও হন দুষ্কৃতীরা । তাঁকে মারধর করে ফেলে রেখে চলে যায় ৷

স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম জেলাপরিষদের ওই নেতাকে উদ্ধার করে বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের মধ্যে 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় একজন পলাতক । আটক করা হয়েছে ঝড়খন্ডের গাড়িটিকে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার বরাবাজার এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গেই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা অভিযোগ পেয়েছি । তৃণমূলের জেলা পরিষদের সদস্য প্রতুল মাহাতোর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে।" জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ডের কিছু মদ্যপ ব্যক্তি ওর উপরে চড়াও হন। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তবে উনি এলাকায় ভালো সংগঠক ছিলেন।"

আরও পড়ুন:

  1. সোশাল পোস্টে জনপ্রতিনিধির সতর্ক থাকা উচিত, কাঞ্চনকে দুষে কল্যাণের পাশে ব্রাত্য-কুণাল
  2. শ্রীময়ীকে বিয়ের জের ! বিধায়ক কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ
Last Updated : Apr 29, 2024, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details