কোতুলপুর (বাঁকুড়া), 2 সেপ্টেম্বর: কোতুলপুরের দেশড়া কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ পরিবারের অভিযোগ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে ছেলে এবং 2 আত্মীয়ের সরকারি চাকরির জন্য 20 লাখ টাকা দিয়েছিলেন মৃত ধর্মদাস মণ্ডল ৷ কিন্তু, চাকরি দূরের কথা, 20 লাখ টাকাও ফেরত পাননি ধর্মদাস ৷ সেই কারণে, মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের ৷
অবসাদে আত্মঘাতী তৃণমূল নেতা (ইটিভি ভারত) পরিবারের দাবি, সাত বছর আগে তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীকে তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন যে তাঁর হাতে বেশ কয়েকটা চাকরি আছে ৷ কিন্তু, তার জন্য দিতে হবে মোটা অংকের টাকা ৷ যিনি পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষও হন ৷ সেই সময় ছেলে এবং দুই আত্মীয়ের চাকরির জন্য 20 লাখ টাকা দিয়েও ছিলেন পঞ্চায়েত প্রধান রূপা মণ্ডল এবং তাঁর স্বামী ধর্মদাস মণ্ডল ৷ কিন্তু, সাতবছর পেরিয়ে গেলেও, চাকরি হয়নি ৷
চাকরি না-পাওয়া এবং টাকা খোয়ানোর জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ধর্মদাস মণ্ডল ৷ রবিবার দুপুরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবারের অভিযোগ সন্দীপ বন্দ্যোপাধ্যায় তাঁদের টাকা আত্মসাৎ করায়, ধর্মদাস মণ্ডল মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন ৷ বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন মৃত ধর্মদাসের ছেলে ৷ কোতলপুর থানায় অভিযোগ দায়ের হতেই, অভিযুক্ত সন্দীপ বন্দ্যোপাধ্যায় এলাকা ছেড়ে পালিয়েছেন বলে খবর ৷
এই ঘটনা নিয়ে দেশড়া কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রূপা মণ্ডল জানান, 2013-18 সাল পর্যন্ত তিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ 2017 সালে তিনজনের চাকরি দেওয়ার নাম করে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তাঁদের থেকে 20 লক্ষ টাকা নিয়েছিলেন ৷ অভিযোগ, এসএসসি গ্রুপ-সি ও ডি-তে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন ৷ আত্মীয়দের থেকে এবং ঋণ নিয়েছিলেন ধর্মদাস ৷ কিন্তু, চাকরি তো দূরের কথা টাকাও ফেরত পাননি তাঁরা ৷ 2018 সালে রূপা মণ্ডল পঞ্চায়েত নির্বাচনে হারেন ৷ আর সেবারই ভোটে জিতে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হন সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৷
এরপর একাধিকবার টাকা চাইলেও, তা ফেরত পাননি ৷ অভিযোগ, প্রথমদিকে আজ নয় কাল বলে এড়িয়ে গেলেও ৷ শেষের দিকে টাকা চাইলে হুমকি দিতেন সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৷ তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ধর্মদাস মণ্ডল ৷ তাঁর ভাইয়ের দাবি, ছেলে ও আত্মীয়দের চাকরি তো দূর, ঋণের টাকা মেটাতে জমি বিক্রি করতে হয়েছে ধর্মদাসকে ৷ এই ঘটনায় মৃতের ছেলে কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তারপর থেকেই অভিযুক্ত সন্দীপ পলাতক ৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷ এনিয়ে বিষ্ণুপুরের তৃণমূল সহ-সভাপতি দাবি করেছেন, সন্দীপ বন্দ্যোপাধ্যায় যদি এমনটা করে থাকেন, তাহলে আইন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ দলের তরফেও তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই তৃণমূল নেতা ৷ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তৃণমূলের ভিতরের লোকজনের এমন পরিস্থিতি হলে, সাধারণ মানুষ কতটা দুর্বিসহ অবস্থায় রয়েছে ৷ তা ভালোই বোঝা যাচ্ছে ৷
(বিঃ দ্রঃ - আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না ৷ জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে ৷ টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)