কলকাতা, 12 এপ্রিল:রামেশ্বরম বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে কাঁথি থেকে ৷ তা নিয়েই শুক্রবার শিল্প ভবনে সাংবাদিক সন্মেলনে সরব হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷ এই বিস্ফোরণকাণ্ডে কাঁথি যোগ নিয়ে নাম না করে এটি নির্দিষ্ট পরিবারকে নিশানা করেন তিনি । এদিন তিনি বলেন, এই ঘটনাটা কাঁথিতে ঘটায় বিজেপি কিছুটা অবাক হয়ে গিয়েছে । এই ঘটনা কাঁথিতেই বা কেন! ওদের কে আশ্রয় দিয়েছে । ওখানে আশ্রয় কে দিয়েছে । ওখানে কোন পরিবার আছে।" এখন কীভাবে এই ঘটনায় প্রলেপ দেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে বলে দাবি মন্ত্রীর।
মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি রাজ্য পুলিশের প্রশংসা করছে ৷ তদন্তের গতি ঘুরিয়ে দিতে একাধিক প্রশ্ন তুলছে বিজেপি । অপরাধীদের ধরতে এনআইএ-কে সাহায্য করেছে রাজ্য পুলিশ ৷ পুলিশের এই কৃতিত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করছে বিজেপি। এদিন কাঁথি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই প্রসঙ্গেই তিনি বলেন, "আজ রাজ্য পুলিশকে এড়িয়ে শুধুমাত্র এনআই-এর সাফল্যের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তব হল রাজ্য পুলিশকে এড়িয়ে এনআইএ কখনই এই কাজ করা পারতো না। আর যেহেতু এর সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে তাই এই নিয়ে কোন রাজনীতি করতে চাই না।"